১১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

শিমুল বিশ্বাসের ফের ৫দিনের রিমান্ড

শাহবাগ থানায় নাশকতার একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসকে ফের পাঁচ দিনের রিমান্ডের অনুমতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার তাকে ঢাকা মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ৯ ফেব্রুয়ারি (শুক্রবার) ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার তাকে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দিয়েছিলেন। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়ের পরপরই আদালত প্রাঙ্গণ থেকে শিমুল বিশ্বাসকে আটক করে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে ২০টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সর্বশেষ মতিঝিল থানার একটি নাশকতার মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

ট্যাগ :
জনপ্রিয়

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল

শিমুল বিশ্বাসের ফের ৫দিনের রিমান্ড

প্রকাশিত : ০৪:২৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮

শাহবাগ থানায় নাশকতার একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসকে ফের পাঁচ দিনের রিমান্ডের অনুমতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার তাকে ঢাকা মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ৯ ফেব্রুয়ারি (শুক্রবার) ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার তাকে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দিয়েছিলেন। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়ের পরপরই আদালত প্রাঙ্গণ থেকে শিমুল বিশ্বাসকে আটক করে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে ২০টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সর্বশেষ মতিঝিল থানার একটি নাশকতার মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।