১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

আর্চারি বিশ্বকাপ: রোমান সানার বিদায়

সুইজারল্যান্ডের লুজানে চলমান আর্চারি বিশ্বকাপের রিকার্ভ ইভেন্টের নকআউট পর্বের দ্বিতীয় ম্যাচে হেরে গেছেন বাংলাদেশের রোমান সানা। এর মধ্য দিয়ে তিনি এবারের আর্চারি বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন।

রিকার্ভ ইভেন্টের নকআউট পর্বের দ্বিতীয় ম্যাচে রোমান সানা মুখোমুখি হন যুক্তরাষ্ট্রের ব্র্যাডি অ্যালিসনের সাথে। প্রথম সেট জিতেও ৬-২-এ ম্যাচ হেরে তিনি রিকার্ভ এককে বিদায় নিয়েছেন।

উল্লেখ্য, অ্যালিসন দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন, বিশ্বকাপেই সোনা জিতেছেন পাঁচবার, অলিম্পিকে একটি ব্রোঞ্জ ও দুইবারের রুপা জয়ী ৩২ বছর বয়সী এই আর্চারকে হারাতে পারলে বিশ্ব আর্চারিতে আবারও আলোড়ন ফেলতে পারতেন রোমান। তবে সেটি হয়নি।

রোমানকে শেষ পর্যন্ত একটি ম্যাচে জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে এই আসরের এককে। সেই ম্যাচটি ৬-০ সেটে জিতেছিলেন তিনি এস্তোনিয়ার উনা মার্টের বিপক্ষে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল

আর্চারি বিশ্বকাপ: রোমান সানার বিদায়

প্রকাশিত : ১২:৪০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১

সুইজারল্যান্ডের লুজানে চলমান আর্চারি বিশ্বকাপের রিকার্ভ ইভেন্টের নকআউট পর্বের দ্বিতীয় ম্যাচে হেরে গেছেন বাংলাদেশের রোমান সানা। এর মধ্য দিয়ে তিনি এবারের আর্চারি বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন।

রিকার্ভ ইভেন্টের নকআউট পর্বের দ্বিতীয় ম্যাচে রোমান সানা মুখোমুখি হন যুক্তরাষ্ট্রের ব্র্যাডি অ্যালিসনের সাথে। প্রথম সেট জিতেও ৬-২-এ ম্যাচ হেরে তিনি রিকার্ভ এককে বিদায় নিয়েছেন।

উল্লেখ্য, অ্যালিসন দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন, বিশ্বকাপেই সোনা জিতেছেন পাঁচবার, অলিম্পিকে একটি ব্রোঞ্জ ও দুইবারের রুপা জয়ী ৩২ বছর বয়সী এই আর্চারকে হারাতে পারলে বিশ্ব আর্চারিতে আবারও আলোড়ন ফেলতে পারতেন রোমান। তবে সেটি হয়নি।

রোমানকে শেষ পর্যন্ত একটি ম্যাচে জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে এই আসরের এককে। সেই ম্যাচটি ৬-০ সেটে জিতেছিলেন তিনি এস্তোনিয়ার উনা মার্টের বিপক্ষে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার