গতকাল বুধবার থেকে রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (১৯ মে) সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার (২০ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
ইফতেখায়রুল বলেন, গতকাল বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে এক হাজার ১৬০ পিস ইয়াবা, ৫ গ্রাম হেরোইন, ৪৭ কেজি ২ গ্রাম গাঁজা, ২৬৫ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি শিশা জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ইফতেখায়রুল।
বিজনেস বাংলাদেশ/ এ আর
























