০৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারে জুরি রোর্ডের বিচারক শাহনূর

চিত্রনায়িকা শাহনূর। ছবি : আলিফ রিফাত ( আজ সকালে বিএফডিসিতে তোলা)

কিছুদিন আগেই ওআইসি (অরগানাইজেসন অব ইসলামিক কোঅপারেসন) ‘ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ফিল্ম অ্যাওয়ার্ড ২০২০-২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে ফাইনাল রাউন্ডের জন্য তিন সদস্য বিশিষ্ট জরি বোর্ড গঠন করে। এই জুরি বোর্ডে তথ্য মন্ত্রনালয়ের একজন সচিব (আহ্বায়ক), ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও বাংলাদেশের চলচ্চিত্রের দর্শকপ্রিয় নায়িকা যিনি বর্তমানে আওয়ামী রাজনীতিতেও বেশ সক্রিয় অর্থাৎ চিত্রনায়িকা শাহনূরও রয়েছেন সদস্য হিসেবে।

গত ১৮ মে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়’র উপ-সচিব স্বাক্ষরিত এক চিঠি’র মাধ্যমে শাহনূর জুরি বোর্ডের বিচারক হিসেবে থাকার বিষয়ে অবগত হন। ‘ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ফিল্ম অ্যাওয়ার্ড ২০২০-২০২১’ ঘোষিত আঞ্চলিকভাবে বিজয়ী ১৮টি ডকুমেন্টারি শর্ট ফিল্ম থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করতে হবে শাহনূর’সহ জুরি বোর্ডের অন্যান্য বিচারককে। এমন একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ফাইনাল রাউন্ডের বিচারক হিসেবে কিংবা সদস্য হিসেবে কাজ করার সুযোগ পেয়ে শাহনূর ভীষণ উচ্ছসিত। শাহনূর বলেন,‘ আমার চলচ্চিত্র জীবনের পথচলায় অনুপ্রেরণা হিসেবে অনেকের আশীর্বাদ পেয়েছি, পেয়েছি দর্শকের ভালোবাসা। অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইনি-কিন্তু তাতে কোন দু:খবোধও নেই আমার। আমি মনেকরি অভিনয় করে দর্শকের ভালোবাসা প্রাপ্তিটাই অনেক বড় কিছু। তবে এটা সত্যি আমি নিজেকে অতি-সাধারণ একজন শিল্পী মনেকরি।

একজন সাধারণ শিল্পী হয়ে ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ফিল্ম অ্যাওয়ার্ড ২০২০-২০২১’র ফাইনাল রাউন্ডের সদস্য হিসেবে কিংবা বিচারক হিসেবে কাজ করার সুযোগ পাওয়াটা আমার কাছে অনেক সম্মানের মনে হয়েছে। একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে বিষয়টি আমার জন্য গর্বেরও বটে। কারণ যারা আমাকে শর্ট ফিল্ম নির্মাতাদের মধ্যে মেধা যাচাইয়ের মধ্যদিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণের জন্য আমার উপরও আস্থা রেখেছেন, সেটা অনেক কিছু ভেবেই আমার উপর আস্থা রেখেছেন। আমি আমার কাজটুকু যথাযথভাবে দায়িত্বের জায়গা থেকেই করতে চাই। ধন্যবাদ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়, অনেক ধন্যবাদ-কৃতজ্ঞতা আমার ভক্ত দর্শকের প্রতি।’

উল্লেখ্য জুরি বোর্ডের সদস্যগণ যৌথভাবে অনলাইন প্লাটফরমে বিচার/মূল্যায়ণের কাজ সম্পন্ন করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় এ বিষয়ে সমন্বয় করবে। শাহনূর জানান আগামী ২৪ মে থেকে তিনি তার নতুন দায়িত্বের কাজ শুরু করবেন। বিচারক কার্য শেষে বিজয়ীদের নাম ঘোষনা করা হবে এবং তাদের নির্ধারিত পুরস্কারও প্রদান করা হবে। কিছুদিন আগে শাহনূর নিজেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেন। এরইমধ্যে শাহনূর গেলো ঈদে তার ‘শাহনূর ফাউন্ডেশন’ থেকে সাধারণ মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করেন। ঈদের পর করোনা’র প্রকোপ আবার বেড়ে যাওয়ায় সচেতনতার মধ্যদিয়েই তিনি ফিল্ম অ্যাওয়ার্ড’র সদস্য হিসেবে কাজ করবেন।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আসলামের মামলা প্রত্যাহারের দাবি

আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারে জুরি রোর্ডের বিচারক শাহনূর

প্রকাশিত : ০৩:০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১

কিছুদিন আগেই ওআইসি (অরগানাইজেসন অব ইসলামিক কোঅপারেসন) ‘ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ফিল্ম অ্যাওয়ার্ড ২০২০-২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে ফাইনাল রাউন্ডের জন্য তিন সদস্য বিশিষ্ট জরি বোর্ড গঠন করে। এই জুরি বোর্ডে তথ্য মন্ত্রনালয়ের একজন সচিব (আহ্বায়ক), ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও বাংলাদেশের চলচ্চিত্রের দর্শকপ্রিয় নায়িকা যিনি বর্তমানে আওয়ামী রাজনীতিতেও বেশ সক্রিয় অর্থাৎ চিত্রনায়িকা শাহনূরও রয়েছেন সদস্য হিসেবে।

গত ১৮ মে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়’র উপ-সচিব স্বাক্ষরিত এক চিঠি’র মাধ্যমে শাহনূর জুরি বোর্ডের বিচারক হিসেবে থাকার বিষয়ে অবগত হন। ‘ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ফিল্ম অ্যাওয়ার্ড ২০২০-২০২১’ ঘোষিত আঞ্চলিকভাবে বিজয়ী ১৮টি ডকুমেন্টারি শর্ট ফিল্ম থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করতে হবে শাহনূর’সহ জুরি বোর্ডের অন্যান্য বিচারককে। এমন একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ফাইনাল রাউন্ডের বিচারক হিসেবে কিংবা সদস্য হিসেবে কাজ করার সুযোগ পেয়ে শাহনূর ভীষণ উচ্ছসিত। শাহনূর বলেন,‘ আমার চলচ্চিত্র জীবনের পথচলায় অনুপ্রেরণা হিসেবে অনেকের আশীর্বাদ পেয়েছি, পেয়েছি দর্শকের ভালোবাসা। অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইনি-কিন্তু তাতে কোন দু:খবোধও নেই আমার। আমি মনেকরি অভিনয় করে দর্শকের ভালোবাসা প্রাপ্তিটাই অনেক বড় কিছু। তবে এটা সত্যি আমি নিজেকে অতি-সাধারণ একজন শিল্পী মনেকরি।

একজন সাধারণ শিল্পী হয়ে ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ফিল্ম অ্যাওয়ার্ড ২০২০-২০২১’র ফাইনাল রাউন্ডের সদস্য হিসেবে কিংবা বিচারক হিসেবে কাজ করার সুযোগ পাওয়াটা আমার কাছে অনেক সম্মানের মনে হয়েছে। একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে বিষয়টি আমার জন্য গর্বেরও বটে। কারণ যারা আমাকে শর্ট ফিল্ম নির্মাতাদের মধ্যে মেধা যাচাইয়ের মধ্যদিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণের জন্য আমার উপরও আস্থা রেখেছেন, সেটা অনেক কিছু ভেবেই আমার উপর আস্থা রেখেছেন। আমি আমার কাজটুকু যথাযথভাবে দায়িত্বের জায়গা থেকেই করতে চাই। ধন্যবাদ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়, অনেক ধন্যবাদ-কৃতজ্ঞতা আমার ভক্ত দর্শকের প্রতি।’

উল্লেখ্য জুরি বোর্ডের সদস্যগণ যৌথভাবে অনলাইন প্লাটফরমে বিচার/মূল্যায়ণের কাজ সম্পন্ন করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় এ বিষয়ে সমন্বয় করবে। শাহনূর জানান আগামী ২৪ মে থেকে তিনি তার নতুন দায়িত্বের কাজ শুরু করবেন। বিচারক কার্য শেষে বিজয়ীদের নাম ঘোষনা করা হবে এবং তাদের নির্ধারিত পুরস্কারও প্রদান করা হবে। কিছুদিন আগে শাহনূর নিজেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেন। এরইমধ্যে শাহনূর গেলো ঈদে তার ‘শাহনূর ফাউন্ডেশন’ থেকে সাধারণ মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করেন। ঈদের পর করোনা’র প্রকোপ আবার বেড়ে যাওয়ায় সচেতনতার মধ্যদিয়েই তিনি ফিল্ম অ্যাওয়ার্ড’র সদস্য হিসেবে কাজ করবেন।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার