যে তুমি স্বাধীনতা নিয়ে লিখেছো হাজার
কবিতা, সেই তুমি আজ নিরব কেন?
চারপাশের এই স্বাধীনতা হারানোর সুর
কি তোমার হৃদয়ে পৌছেনি?
তুমি কে দেখছো না আমার মেধাবী ভাইয়ের
তাজা রক্তে রাজপথ রঞ্জিত হচ্ছে?
আমার বোনের এই স্বাধীন দেধে লাঞ্চিত
হওয়ার এই দৃশ্য কি তুমি দেখছো না?
তুমি কি স্বজনহারাদের কান্নার শব্দ
এখনো শুনতে পাওনি?
তুমিও কি তবে অন্যায়ের বিরুদ্ধে
কলম ধরার স্বাধীনতা হারিয়েছো?
খোদার কসম তবে, আজ থেকে
আমি ভুলে গেলাম তোমাদের।
তোমরা যারা এই যৌক্তিক দাবিতে
আমাদের রিরুধীতা করেছো।
আমরা দমে যায়নি, এখনো আছি বাহান্ন,
উনসত্তর কিম্বা একাত্তরের মতোই,
আমরা আমাদের ভাইয়েদের রক্তের
হিসাব তবে রক্ত দিয়েই বুঝে নিবো।
ভুলে যেও না তোমরা, সুকান্ত ভট্টাচার্যের
সে আঠারো আমরাই।
আমাদের ঠেকাতে গেলে নিজেদের
অস্তিত্ব ঠিক থাকবে না।
এই বাংলার রাজপথ রঞ্জিত রক্তাক্ত
মাটি ছুঁয়ে শপথ নিলাম।
তোমাদের এই বাংলার হয়ে
হাজার হাজার অভিশাপ দিলাম।
বিজনেস বাংলাদেশ/ফারুক