পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা হচ্ছে না পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদির। খেলতে না পারায় হতাশ মুলতান সুলতান্সের ডান-হাতি এই স্পিনার অলরাউন্ডার।
পিএসএলে খেলার জন্য করাচিতে অনুশীলন করছিলেন মুলতান সুলতান্সের অধিনায়ক শহীদ আফ্রিদি। অনুশীলনে পিঠের নিচের অংশে চোট পান এই তারকা। চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
শহীদ আফ্রিদি বলেন, পাকিস্তান সুপার লিগের ষষ্ঠ আসরের বাকি অংশের ম্যাচে অংশ নেওয়ার জন্য আমরা অনুশীলন করছিলাম। কিন্তু অনুশীলন করতে গিয়ে আমি পিঠের তলদেশে ব্যথা অনুভব করি। চিকিৎসকরা আমাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
আফ্রিদি আরও বলেন, পিএসএলের সময়ে আমাকে মাঠের বাইরে বসে থকাতে হবে- এমনটি ভাবলেই হতাশা কাজ করে। তবে আমি খেলতে না পারলেও দলের প্রতি আমার সমর্থন ও ভালোবাসা সব সময় থাকবে।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার


























