রাজধানীর রামপুরা থানার বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে মামলায় বিএনপি নেতা বরকতউল্লাহ বুলুসহ ২৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রবিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চত করেছেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, বিএনপি নেতা শফিউল বারী বাবু, মারুফ কামাল খান সোহেল, শিমুল বিশ্বাস, কাইয়ুম কমিশনার, লতিফ কমিশনার, বিএনপি নেত্রী শিরিন সুলতানা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ।
উল্লখ্য, ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে বিএনপির হরতাল অবরোধ চলাকালে রামপুরা থানা এলাকায় নাশকতার অভিযোগে পুলিশ এ মামলাটি দায়ের করে। এরপর বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে আসামিদের অভিযোগপত্র দাখিল করেন মামলা তদন্তকারী কর্মকর্তা।


























