০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

বামনা থেকে ঝালকাঠি পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণে আশ্বাস প্রতিমন্ত্রীর

ডা. মো. এনামুর রহমান

ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে বিষখালি নদীর তীরে বরগুনার বামনা উপজেলা থেকে ঝালকাঠি সদর পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুপারিশের আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান (এমপি)

শনিবার (২৯মে) ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় সরকারি আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়া মানুষের মাঝে ত্রাণ বিতরণের পর গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে বেড়িবাঁধের বিষয়ে আশ্বস্ত করেন প্রতিমন্ত্রী।

এর আগে ঝালকাঠির আমুয়া উপজেলার প্লাবিত এলাকা পরিদর্শন করে বরগুনার বামনা উপজেলা পরিদর্শন করেন। সেখানে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিমন্ত্রী এক সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠির কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির, কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুফল চন্দ্র গোলদার, কাঠালিয়া থানা অফিসার পুলক চন্দ্র রায়।

বরগুনার বামনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিবেক সরকার সবাইকে অভ্যর্থনা জানান।

এরপর প্রতিমন্ত্রী বামনা আর রশীদ ফাযিল মাদরাসা পরিদর্শন করেন।

এর আগে গতকাল দুপুরে প্রতিমন্ত্রী ঝালকাঠি আসলে শহরের পেট্রল পাম্প মোড়ে তাঁকে স্বাগত জানায় ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী এবং পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

উল্লেখ্য ঘুর্ণিঝড় ইয়াস’র প্রভাবে ঝালকাঠির বিষখালী নদীর ৩.৭৬ কি.মি বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই হাজারের উপরে পুকুর ও ঘের থেকে প্রায় তিন কোটি টাকার মাছ বেরিয়ে গেছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

রংপুরে রেল স্টেশনে বৈষম্য উন্নয়ন হয়নি,প্রতিবাদে অবরোধ

বামনা থেকে ঝালকাঠি পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণে আশ্বাস প্রতিমন্ত্রীর

প্রকাশিত : ১০:০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১

ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে বিষখালি নদীর তীরে বরগুনার বামনা উপজেলা থেকে ঝালকাঠি সদর পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুপারিশের আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান (এমপি)

শনিবার (২৯মে) ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় সরকারি আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়া মানুষের মাঝে ত্রাণ বিতরণের পর গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে বেড়িবাঁধের বিষয়ে আশ্বস্ত করেন প্রতিমন্ত্রী।

এর আগে ঝালকাঠির আমুয়া উপজেলার প্লাবিত এলাকা পরিদর্শন করে বরগুনার বামনা উপজেলা পরিদর্শন করেন। সেখানে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিমন্ত্রী এক সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠির কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির, কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুফল চন্দ্র গোলদার, কাঠালিয়া থানা অফিসার পুলক চন্দ্র রায়।

বরগুনার বামনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিবেক সরকার সবাইকে অভ্যর্থনা জানান।

এরপর প্রতিমন্ত্রী বামনা আর রশীদ ফাযিল মাদরাসা পরিদর্শন করেন।

এর আগে গতকাল দুপুরে প্রতিমন্ত্রী ঝালকাঠি আসলে শহরের পেট্রল পাম্প মোড়ে তাঁকে স্বাগত জানায় ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী এবং পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

উল্লেখ্য ঘুর্ণিঝড় ইয়াস’র প্রভাবে ঝালকাঠির বিষখালী নদীর ৩.৭৬ কি.মি বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই হাজারের উপরে পুকুর ও ঘের থেকে প্রায় তিন কোটি টাকার মাছ বেরিয়ে গেছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ