রাজধানীর বাংলামোটর মোড়ে এলকা থেকে ইয়ার মোহাম্মদ (৪০) ও মো. আসিফ শেখ (৩০) নামে দুই ব্যক্তি আটককে করেছে র্যাব-২-এর একটি দল। এসময় তাদের কাছ থেকে ৯ হাজার ৫৯০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া ১০ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন সেট পাওয়া যায়।
জানা গেছে, ইয়ার ও আসিফ মাদকের একটি বড় চালান নিয়ে অপেক্ষা করছিলেন। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-২-এর একটি দল অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলেও ধরা পড়েন তারা।
র্যাব-২-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, অনেক দিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছেন ইয়ার ও আসিফ। ইয়ারের বাড়ি চট্টগ্রামের পাঁচলাইশে এবং আসিফের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলায়। কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে দেশে নিয়ে আসেন তাঁরা। এরপর রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের কাছে এসব ইয়াবা সরবরাহ করেন তারা।
তিনি আরো বলেন, অতি লাভের আশায়, রাতারাতি বড়লোক হওয়ার নেশায়, নিষিদ্ধ এ মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তারা। আটদেরকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


























