আদালত দুর্নীতির দায়ে সাজা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। বিএনপিকে তো সাজা দেয়া হয়নি। সেক্ষেত্রে আগামী সংসদ নির্বাচনে বিএনপির অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার দুপুরে নীলফামারীর জলঢাকায় উপজেলা জাসদের আয়োজনে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পথসভায় তিনি আরো বলেন, সহায়ক সরকার ও মামলা নিয়ে খালেদা জিয়ার সঙ্গে কোনো আপস নয়।
উপজেলা জাসদের সভাপতি গোলাম পাশা এলিচের সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য দেন, জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক সাখওয়াত হোসেন রাঙ্গা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খাদেমুল ইসলাম খুদি, শিক্ষা বিষয়ক সম্পাদক রাজিউর রহমান রাজু, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, জেলা জাসদ সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাবেদ আখতার, উপজেলা জাসদ সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম মিতু।
দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসার আহম্মেদ হোসেন, কেন্দ্রীয় যুবলীগ (জাসদ) নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর প্রমুখ
উপস্থিত ছিলেন।
























