০৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

জনশক্তি রফতানি: বাংলাদেশ-ভারতকে ছাড়াল পাকিস্তান

জনশক্তি রফতানির ক্ষেত্রে বাংলাদেশ ও প্রতিবেশী ভারতকে টপকে উপরে উঠে গেছে পাকিস্তান। করোনাভাইরাস মহামারির প্রকোপ সত্ত্বেও ২০২০ সালে দেশটির ২ লাখ ২৪ হাজার ৭০৫ জন নাগরিক কাজ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে গেছেন।

পাকিস্তানের বৈদেশিক কর্মসংস্থান ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় সোমবার এক টুইট বার্তায় জানিয়েছে, গেল বছর ভারত থেকে ৯৪ হাজার ১৪৫ এবং বাংলাদেশ থেকে ২ লাখ ১৭ হাজার ৬৯৯ জন শ্রমিক বিভিন্ন দেশে গেছেন।

পাকিস্তানের মন্ত্রণালয়ের করা ওই টুইটে আরও বলা হয়েছে, ‌‘‘মহামারি সত্ত্বেও এই অঞ্চলে ‘জনশক্তি রফতানির নেতায়’ পরিণত হয়েছে পাকিস্তান। ২০২০ সালে জনশক্তি রফতানির ক্ষেত্রে ভারত ও বাংলাদেশ পেছনে পড়ে গেছে।’’

গত সপ্তাহে প্রকাশিত পাকিস্তানের সর্বশেষ অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বর্তমানে বিশ্বের অর্ধশতাধিক দেশে এক কোটি ১৪ লাখের বেশি পাকিস্তানি কাজ করছেন। মহামারির কারণে সংখ্যাটা কিছুটা কমলে প্রতিনিয়ত তা বাড়ছে।

অর্থনৈতিক সমীক্ষায় দেখা গেছে পাকিস্তানি অভিবাসী শ্রমিকদের মধ্যে ৯৬ শতাংশ রয়েছেন উপসাগরীয় আরব দেশগুলোতে। এর মধ্যে সর্বোচ্চসংখ্যক পাকিস্তানি রয়েছেন সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে।

যেসব পাকিস্তানি কাজের খোঁজে বিদেশ যান তাদের সবচেয়ে পছন্দের গন্তক্য সৌদি আরব। পাকিস্তানের ৬০ শতাংশ অভিবাসী শ্রমিক রয়েছে দেশটিতে। এরপর যথাক্রমে সংযুক্ত আরিব আমিরাতে ২৪ শতাংশ ও ওমানে রয়েছে ৪ দশমিক ৬ শতাংশ।

গেল বছর পাকিস্তানের যেসব মানুষ কাজ নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন এরমধ্যে ১ লাখ ৩৬ হাজার ৩৩৯ জন গেছেন সৌদি আরবে। এরপর সংযুক্ত আরব আমিরাতে গেছেন ৫৩ হাজার ৬৭৬। এছাড়া ওমানে পাড়ি জমিয়েছেন ১০ হাজার ৩৩৬ জন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

পাটকেলঘাটা কুমিরায় একতা যুব সংঘের আয়োজনে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জনশক্তি রফতানি: বাংলাদেশ-ভারতকে ছাড়াল পাকিস্তান

প্রকাশিত : ০৯:৪০:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১

জনশক্তি রফতানির ক্ষেত্রে বাংলাদেশ ও প্রতিবেশী ভারতকে টপকে উপরে উঠে গেছে পাকিস্তান। করোনাভাইরাস মহামারির প্রকোপ সত্ত্বেও ২০২০ সালে দেশটির ২ লাখ ২৪ হাজার ৭০৫ জন নাগরিক কাজ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে গেছেন।

পাকিস্তানের বৈদেশিক কর্মসংস্থান ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় সোমবার এক টুইট বার্তায় জানিয়েছে, গেল বছর ভারত থেকে ৯৪ হাজার ১৪৫ এবং বাংলাদেশ থেকে ২ লাখ ১৭ হাজার ৬৯৯ জন শ্রমিক বিভিন্ন দেশে গেছেন।

পাকিস্তানের মন্ত্রণালয়ের করা ওই টুইটে আরও বলা হয়েছে, ‌‘‘মহামারি সত্ত্বেও এই অঞ্চলে ‘জনশক্তি রফতানির নেতায়’ পরিণত হয়েছে পাকিস্তান। ২০২০ সালে জনশক্তি রফতানির ক্ষেত্রে ভারত ও বাংলাদেশ পেছনে পড়ে গেছে।’’

গত সপ্তাহে প্রকাশিত পাকিস্তানের সর্বশেষ অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বর্তমানে বিশ্বের অর্ধশতাধিক দেশে এক কোটি ১৪ লাখের বেশি পাকিস্তানি কাজ করছেন। মহামারির কারণে সংখ্যাটা কিছুটা কমলে প্রতিনিয়ত তা বাড়ছে।

অর্থনৈতিক সমীক্ষায় দেখা গেছে পাকিস্তানি অভিবাসী শ্রমিকদের মধ্যে ৯৬ শতাংশ রয়েছেন উপসাগরীয় আরব দেশগুলোতে। এর মধ্যে সর্বোচ্চসংখ্যক পাকিস্তানি রয়েছেন সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে।

যেসব পাকিস্তানি কাজের খোঁজে বিদেশ যান তাদের সবচেয়ে পছন্দের গন্তক্য সৌদি আরব। পাকিস্তানের ৬০ শতাংশ অভিবাসী শ্রমিক রয়েছে দেশটিতে। এরপর যথাক্রমে সংযুক্ত আরিব আমিরাতে ২৪ শতাংশ ও ওমানে রয়েছে ৪ দশমিক ৬ শতাংশ।

গেল বছর পাকিস্তানের যেসব মানুষ কাজ নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন এরমধ্যে ১ লাখ ৩৬ হাজার ৩৩৯ জন গেছেন সৌদি আরবে। এরপর সংযুক্ত আরব আমিরাতে গেছেন ৫৩ হাজার ৬৭৬। এছাড়া ওমানে পাড়ি জমিয়েছেন ১০ হাজার ৩৩৬ জন।

বিজনেস বাংলাদেশ/ এ আর