সারাদেশে লাগামহীন করোনা সংক্রমণের মধ্যেই প্রথম ধাপের ২০৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা।
সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এরপর শুরু হয়েছে ভোটগণনা।
এদিকে, ভোলার চরফ্যাশন এবং বরিশালের গৌরনদীতে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলিতে নিহত হয়েছেন দুইজন নিহত হয়েছেন। এছাড়া, পটুয়াখালীর বাউফলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বরিশালের গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। তবে বেলা ১২টার দিকে কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বাইরে সদস্য প্রার্থী ফিরোজ ও মন্টু হাওলাদারের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে গুরুতর অবস্থায় ৩জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
ভোলার চরফ্যাশনের জাহানপুর ইউনিয়নের নির্বাচনে ভোটকেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সদস্যপ্রার্থী রুহুল আমিন ও মোহাম্মদ ইয়াসিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়। আহত হন একজন। পরে রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
সোমবার সকাল থেকে পটুয়াখালীর বাউফলের ধুলিয়া ইউপি নির্বাচনে শান্তিপূর্ণভাবে গ্রহণ শুরু হলেও ১০টার দিকে দুই ইউপি সদস্য পদপ্রার্থী জামাল হোসেন এবং নেছার উদ্দিনের সমর্থকদের মধ্যে আগে ভোট দেয়া নিয়ে কথা কাটাকাটি ও সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ৬জন আহত হন।
অন্যদিকে, পাপুল কাণ্ডে শূন্য হওয়া লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনের উপ-নির্বাচনসহ ৬টি ইউনিয়নের নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া, গাজীপুরে ৬টি ও মাদারীপুরে ১৩টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ শেষ চলছে গণনা।
বিজনেস বাংলাদেশ/বিএইচ