ফেনীর ছনুয়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানকে একটি কাভার্ডভ্যান ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে হতাহতদের নাম জানাতে পারেনি পুলিশ। নিহত দুইজনের লাশ ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। আহত ওই ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাদেয়া হচ্ছে।
জানা গেছে, কভার্ডভ্যানের ধাক্কায় পিকআপটি উল্টে যায়। এতে কভার্ডভ্যানে চালক ও সহকারীসহ তিনজন আহত হন। পরে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক দুইজনকে মৃত ঘোষণা করে।




















