নদীতে গোসল নেমে নিখোঁজের দুইদিন পর গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার।
শনিবার (২৬ জুন) সকাল ৯ টার দিকে কাপাসিয়া ব্রিজের নিচে শীতলক্ষ্যা নদী থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত হলো- গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ বাজার এলাকার বিনয় কুমার বাসফোরের ছেলে বিশ্বজিৎ কুমার বাসাফোর (১৭)।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নাহিদ জানান, গত বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে ১০/১২ জন বন্ধুর সাথে বিশ্বজিৎ কুমার শ্রীপুর উপজেলার গোসিঙ্গা এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসলে নামে। এসময় তিনি নদীতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার-সার্ভিসের কর্মীরা খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। এক পর্যায়ে শনিবার সকালে কাপাসিয়া ব্রিজের নিচে শীতলক্ষ্যা নদীতে তার মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে তার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকালে মরদেহ উদ্ধার করে। গত বছর বিশ্বজিৎ কুমার শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছিলেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























