০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

‘ভুয়া খবর যাচাই’ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে গণমাধ্যমের বিভিন্ন দিক পরিবর্তিত হয়ে আরও ডিজিটাল হচ্ছে। নতুন নতুন অনলাইন মিডিয়া যেমন তৈরি হচ্ছে ঠিক তেমনিভাবে সামাজিক যোগাযোগমাধ্যম এবং গণমাধ্যমে ভুয়া নিউজ এবং গুজব ছড়ানোর মাত্রাও বেড়ে চলেছে। এমতাবস্থায় গুজব ও ভুয়া তথ্য যাচাই এবং প্রতিরোধের লক্ষ্যে গত ২ থেকে ৩ জুলাই দুইদিনব্যাপি ভার্চুয়ালি ‘ডিজিটাল ফেক নিউজ যাচাই’ শীর্ষক এক কর্মশালায় আয়োজন করা হয়। বিভিন্ন গণমাধ্যমের ৪০ জন সাংবাদিক এতে অংশ নেন। সাংবাদিকদের জন্য “ফিউচার অফ মিডিয়া সামিট” শীর্ষক ভার্চুয়াল সামিটের অংশ হিসেবে প্রেনিউর ল্যাব ইয়ুথ এন্ড ইনোভেশন ট্রাস্ট এবং এফ এন এফ বাংলাদেশ এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় বিভিন্ন টুলস ও ভুয়া সংবাদ যাচাইয়ের দিক নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভুয়া সংবাদ প্রতিরোধের উদ্দেশ্যে রিভার্স ইমেজ যাচাইকরণ, সংবাদ যাচাই, ইন্টারনেট নিউজ আর্কাইভ যাচাই এবং সোশ্যাল মিডিয়া অডিটের জন্য জিও-লোকেশনের ব্যবহার হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালাটি পরিচালনা করেন প্রযুক্তি, আইন এবং ফেক নিউজ বিশেষজ্ঞরা। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন,রাজশাহীতে র‌্যাবের আইটি কনসালটেন্ট ইমরান এ সাগর এবং গুগল বিজনেস গ্রুপ সোনারগাঁওয়ের ম্যানেজার রাফিউল ইসলাম। কর্মশালায় অনান্যদের মধ্যে এফএনএফ বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার ওমর মোস্তাফিজ, প্রেনিউর ল্যাব ইয়ুথ এন্ড ইনোভেশন ট্রাস্টের ট্রাস্টি আরিফ নিজামী ও প্রেনিউর ল্যাব ট্রাস্টের ট্রাস্টি রাখশান্দা রুখাম প্রমূখ উপস্থিত ছিলেন। প্রেনিউর ল্যাব ট্রাষ্ট ও এফ এন এফ বাংলাদেশ জাল সংবাদ যাচাই ও প্রতিরোধ বিষয়ে নিয়মিত গবেষণা ও প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। এর আগে স্বাস্থ্যবিধি মেনে রাজশাহী ও ঢাকায় ২টি কর্মশালার আয়োজন করা হয়। যেখানে ১০০ জন স্থানীয় সাংবাদিককে প্রশিক্ষণ প্রদান করা হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

‘ভুয়া খবর যাচাই’ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৮:০৫:০১ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১

প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে গণমাধ্যমের বিভিন্ন দিক পরিবর্তিত হয়ে আরও ডিজিটাল হচ্ছে। নতুন নতুন অনলাইন মিডিয়া যেমন তৈরি হচ্ছে ঠিক তেমনিভাবে সামাজিক যোগাযোগমাধ্যম এবং গণমাধ্যমে ভুয়া নিউজ এবং গুজব ছড়ানোর মাত্রাও বেড়ে চলেছে। এমতাবস্থায় গুজব ও ভুয়া তথ্য যাচাই এবং প্রতিরোধের লক্ষ্যে গত ২ থেকে ৩ জুলাই দুইদিনব্যাপি ভার্চুয়ালি ‘ডিজিটাল ফেক নিউজ যাচাই’ শীর্ষক এক কর্মশালায় আয়োজন করা হয়। বিভিন্ন গণমাধ্যমের ৪০ জন সাংবাদিক এতে অংশ নেন। সাংবাদিকদের জন্য “ফিউচার অফ মিডিয়া সামিট” শীর্ষক ভার্চুয়াল সামিটের অংশ হিসেবে প্রেনিউর ল্যাব ইয়ুথ এন্ড ইনোভেশন ট্রাস্ট এবং এফ এন এফ বাংলাদেশ এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় বিভিন্ন টুলস ও ভুয়া সংবাদ যাচাইয়ের দিক নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভুয়া সংবাদ প্রতিরোধের উদ্দেশ্যে রিভার্স ইমেজ যাচাইকরণ, সংবাদ যাচাই, ইন্টারনেট নিউজ আর্কাইভ যাচাই এবং সোশ্যাল মিডিয়া অডিটের জন্য জিও-লোকেশনের ব্যবহার হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালাটি পরিচালনা করেন প্রযুক্তি, আইন এবং ফেক নিউজ বিশেষজ্ঞরা। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন,রাজশাহীতে র‌্যাবের আইটি কনসালটেন্ট ইমরান এ সাগর এবং গুগল বিজনেস গ্রুপ সোনারগাঁওয়ের ম্যানেজার রাফিউল ইসলাম। কর্মশালায় অনান্যদের মধ্যে এফএনএফ বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার ওমর মোস্তাফিজ, প্রেনিউর ল্যাব ইয়ুথ এন্ড ইনোভেশন ট্রাস্টের ট্রাস্টি আরিফ নিজামী ও প্রেনিউর ল্যাব ট্রাস্টের ট্রাস্টি রাখশান্দা রুখাম প্রমূখ উপস্থিত ছিলেন। প্রেনিউর ল্যাব ট্রাষ্ট ও এফ এন এফ বাংলাদেশ জাল সংবাদ যাচাই ও প্রতিরোধ বিষয়ে নিয়মিত গবেষণা ও প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। এর আগে স্বাস্থ্যবিধি মেনে রাজশাহী ও ঢাকায় ২টি কর্মশালার আয়োজন করা হয়। যেখানে ১০০ জন স্থানীয় সাংবাদিককে প্রশিক্ষণ প্রদান করা হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর