রাজধানীর মহাখালী এলাকায় গুলি করে নাসির উদ্দিন (৪৮) নামে এক ঠিকাদারকে হত্যা করেছে সন্ত্রাসীরা। রবিবার সকালে মহাখালীর দক্ষিণপাড়া বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত ঠিকাদার দক্ষিণপাড়া বড় মসজিদে কাজ করাচ্ছিলেন।
বনানী থানার এসআই আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তবে কে বা কারা তাকে গুলি করেছে তা এখনো জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।


























