রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনের পাশ থেকে এক কিশোরীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোর ৪টার দিকে লাশ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া কিশোরীর আনুমানিক বয়স ১৫ বছর হবে বলে ধারণা করছে পুলিশ।
কমলাপুর রেলওয়ে পুলিশের এসআই রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে কিশোরীকে ধর্ষণ করে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়ন্ততদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


























