জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনন্ত সমস্যা সরকারের পক্ষে সীমিত সম্পদ দিয়ে রাতারাতি সমাধান করা সম্ভব নয়। কাজেই এ সমস্যা সমাধানে বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
রবিবার দুপুরে ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের পক্ষ থেকে জগন্নাথ বিশেবিদ্যালয়কে একটি মিনিবাস উপহার দেওয়ার অনুষ্ঠানে তিনি একথা বলেন। ড. মীজানুর রহমান বলেন,’এখান থেকে যত ভাল ভাবে সুশিক্ষা নিয়ে শিক্ষার্থীরা বের হবে আপনারা তত ভাল কর্মী ও ম্যানেজার পাবেন।আপনাদের ব্যবসার উন্নতিও তত বেশি হবে।’
ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের শিক্ষানুরাগের এই দৃষ্ঠান্তে অনুপ্রানিত হয়ে অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানও এগিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী খোকন বলেন, ‘আমি নিজেও তৎকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম।
এ প্রতিষ্ঠানের প্রতি আমার আবেগ অনুরাগ সীমাহীন। এ বিশ্ববিদ্যালয়ের জন্য ভবিষ্যতেও কিছু করতে পারলে আমার ভাল লাগবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জবি শিক্ষক সমিতির সভাপতি ড. একেএম মনিরুজ্জামান ও সাধারন সম্পাদক ড. আব্দুল বাকী। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ ও ম্যাকসন্স লিমিটেডের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


























