স্বাস্থ্যবিধি মেনে নৌযানে চলাচল করতে যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
প্রতিমন্ত্রী বলেন, ‘লঞ্চে যাত্রীদের শতভাগ মাস্ক পরা নিশ্চিত করা হবে। স্বাস্থ্যবিধি মেনে না চললে এবং মাস্ক না পরলে যাত্রীদেরকে জরিমানা করা হবে। লকডাউন শিথিল হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি কঠোর।’
আজ বুধবার (১৪ জুলাই) ঢাকায় সদরঘাট লঞ্চ টার্মিনালের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী সদরঘাটের লঞ্চ টার্মিনালের উন্নয়ন, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সবুজায়ন দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি এটিকে হযরত শাহজালাল বিমানবন্দরের মতো হয়েছে বলে উল্লেখ করেন। বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এসব উন্নয়ন হয়েছে।’
সদরঘাটে সুন্দরবন-১০ লঞ্চ ঘুরে দেখেন খালিদ মাহমুদ। লঞ্চের ডেকে যাত্রীদের স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিষয় প্রত্যক্ষ করেন। নৌযানে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘লঞ্চের কেবিন যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সমস্যা হবে না। ডেকের যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে বিআইডাব্লিউটিএ, লঞ্চ মালিক-শ্রমিক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ নেবে।’
এসময় অন্যদের মধ্যে বিআইডাব্লিউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।
বর্তমানে সদরঘাটে ২৬টি পন্টুন ও ১৬টি গ্যাংওয়ে রয়েছে।
























