নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ শ্রমিক নিহতের ঘটনায় পুলিশের করা মামলায় জামিন পেয়েছেন কারখানাটির মালিকের দুই ছেলে।
বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।
এছাড়া একই মামলায় চারদিনের রিমান্ড শেষে গ্রেপ্তার আটজনের মধ্যে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ আবুল হাশেমসহসহ ছয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এদিন তাদের আদালতে হাজির করা হয়।
জামিন পাওয়া দুইজন হলেন- তাওসিফ ইব্রাহিম ও তানজিম ইব্রাহিম। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।
এদিকে রিমান্ড শেষে আট আসামিকে আদালতে পাঠানোর পর নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. জায়েদুল আলম তার কার্যালয়ে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি দাবি করেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, তাদের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
তিনি বলেন, এটি একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা প্রাথমিকভাবে যাদের এই ঘটনায় সংশ্লিষ্ট মনে করেছি তাদের গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার আটজনের রিমান্ড আবেদন করেছি। আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন, আমরা তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছি। বুধবার রিমান্ড শেষে আদালতে পাঠানো হলে আদালত তাদের মধ্যে দুইজনের জামিন ও ছয় জনকে কারাগারে পাঠিয়েছেন।
পুলিশ সুপার বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে ভবন নির্মাণে অনিয়মসহ বিভিন্ন অনিয়মের ব্যাপারে প্রশ্ন করা হলেও তারা কোন সদুত্তর দিতে পারেনি। তবে ঘটনাটি তাদের অবহেলায় ঘটেছে এটি তারা স্বীকার করেছেন।
গত বৃহস্পতিবার রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় হাশেম ফুড কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে ৫২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেপ্তার করা হয় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবুল হাশেম, তার চার ছেলে হাসিব বিন হাশেম (এমডি) , তারেক ইব্রাহিম (পরিচালক), তাওসিফ ইব্রাহিম (পরিচালক) ও তানজিম ইব্রাহিম (পরিচালক), প্রতিষ্ঠানের ডেপুটি জেনারেল ম্যানেজার মামুনুর রশীদ, প্রশাসনিক কর্মকর্তা (এডমিন) সালাউদ্দিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহেনশা আজাদ জুম্মনকে।
বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

























