শেষ কয়েকটা দিন বেশ বাতাসে ভেসে বেড়িয়েছে বেশ কিছু গুঞ্জন। অনেকেই বলছিলেন টি-২০ ক্রিকেটে ফিরছেন মাশরাফি। আবার এর উল্টো বক্তব্যও শোনা যাচ্ছিল। এবার বিসিবি প্রধান পাপনই নিশ্চিত করলেন ২০ ওভারের ক্রিকেটে ফিরতে চান না বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচেই বাজেভাবে হেরেছিল বাংলাদেশ দল। সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিসিবি বস বলেছিলেন মাশরাফির অভাববোধ করছেন তিনি। তবে এও জানিয়েছিলেন যে, টি-টোয়েন্টিতে ফেরার ব্যাপারে অনাগ্রহী নড়াইল এক্সপ্রেস।
খালেদ মাহমুদ সুজন দিন কয়েক আগেই বলেছিলেন মাশরাফি ফিরবেন না। সাকিব আল হাসানকে জিজ্ঞাসা করা হলে তিনি বলছিলেন ফেরা না ফেরাটা সম্পূর্ণ তাঁর (মাশরাফি) সিদ্ধান্ত। এবার চূড়ান্তভাবেই জানা হয়ে গেল টি-টোয়েন্টি ক্রিকেটে আর ফিরছেন না সবার প্রিয় ম্যাশ।
ফেরার কথাও না অবশ্য, বিশেষ করে যে প্রক্রিয়াতে সরিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ককে। প্রায় এক বছর আগের কথা। বাংলাদেশ দল তখন শ্রীলঙ্কা সফরে। মাশরাফি ২০ ওভারের ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন।
শ্রীলঙ্কাতেই শেষবার নেমেছিলেন টি-টোয়েন্টির লড়াইয়ে। যদি ফিরতেন তবে সেই লঙ্কার মাঠেই নামতেন প্রত্যাবর্তনের ম্যাচে। অবশ্য আপাতত তা আর হচ্ছে না। টেস্টে তো মাঠে নামাই হয় না, এখন তিনি নেই টি-টোয়েন্টিতেও। শুধু ওয়ানডের ফরম্যাটে বাংলাদেশের পরের লড়াইটা আসতে আসতে লেগে যাবে বেশ খানিকটা সময়।


























