টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম সংশ্লিষ্ট বিষয় নিয়ে আগামী ২২ আগস্ট অনুষ্ঠিত হবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর গণশুনানি।
কমিশনের মিডিয়া উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। আগামী ২২ আগস্ট বেলা ২টায় অনলাইন প্ল্যাটফর্মে ‘টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম’ সম্পর্কিত বিষয়ে গণশুনানির আয়োজন করা হয়েছে বলে জানানো হয়েছে।
গতকাল শনিবার (৩১ জুলাই) কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত সংস্থা, টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, মোবাইল ফোন ব্যবহারকারী, বাংলাদেশের ভোক্তা সংঘ, সংশ্লিষ্ট পেশাজীবীসহ আগ্রহী যেকোনো ব্যক্তিবর্গের জন্য এই গণশুনানি হবে।
গণশুনানিতে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিবর্গের অনলাইন নিবন্ধন করা আবশ্যক। নিবন্ধনে আগামী ১০ আগস্টের মধ্যে http://www.btrc.gov.bd/registration-form ওয়েবসাইট লিংক থেকে নির্ধারিত ফর্ম পূরণের জন্য অনুরোধ করা হয়েছে।
‘টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম’ সংশ্লিষ্ট বিষয়ে কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানের বক্তব্য/প্রশ্ন/উপদেশ ইত্যাদি অনলাইনে ফর্ম পূরণ করে আগামী ১০ আগস্টের মধ্যে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ জানানো হয়।
সময়ের সীমাবদ্ধতার বিষয় বিবেচনা করে শুধুমাত্র বিষয় সংশ্লিষ্ট যৌক্তিক প্রশ্ন/বক্তব্য/উপদেশ প্রদানকারীগণকে একটি ই-মেইল বা ম্যাসেজের মাধ্যমে অংশগ্রহণের জন্য নিশ্চিত করা হবে এবং অনলাইন প্ল্যাটফর্ম এর মাধ্যমে অনুষ্ঠিতব্য গণশুনানি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য (আইডি/পাসওয়ার্ড ইত্যাদি) সরবরাহ করা হবে বলে জানিয়েছে কমিশন।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার