চলচ্চিত্র প্রেমীরা চিত্রনায়িকা পরীমনির সৌন্দর্য্য ও মন্ত্রমুগ্ধ অভিনয়ের পাশাপাশি তার আরেকটি গুণের কথাও জানেন। তার মধ্যে যে একটা মানবিক গুণ আছে সেটা কম-বেশি সবারই জানা। পরীমনি মানুষের যেকোনো বিপদে আপদে সব সময় সাহায্য করার জন্য এগিয়ে আসেন। সেটা হোক অসহায় কোনো সাধারণ মানুষ কিংবা কোনো অসহায় শিল্পী। আর কোমলমতি শিশুদের জন্য তো তার অসীম ভালোবাসা ও মায়া।
অনেকবারই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এই লাস্যময়ী সুন্দরী নায়িকা। আবারো সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ালেন পরীমনি। সম্প্রতি ‘হোপ ফর চেঞ্জ ফাউন্ডেশন’-এর মাধ্যমে রাজধানীর শ্যামলী, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত অন্তত পাঁচশত শিশুদের সহযোগিতা করেছেন তিনি।
সংগঠনটির ব্যবস্থাপনা পরিচালক সানজিদা রশিম বলেন, আমাদের সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে পরীমনি পাঁচশত সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি এও বলেছেন, প্রয়োজনে আবারো সহযোগিতা করবেন তিনি।
বর্তমানে পরীমনি ‘প্রীতিলতা’ সিনেমার শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। তার জীবনী অবলম্বনে তৈরি হচ্ছে চলচ্চিত্রটি। এর নাম ভূমিকায় দেখা যাবে পরীমনিকে। গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে এটি পরিচালনা করছেন রাশিদ পলাশ। চলতি মাসে এ সিনেমার দ্বিতীয় দফার শুটিং শুরু হবে।
বিজনেস বাংলাদেশ/ প্রান্ত


























