০৩:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

৭০০ পর্বে ধারাবাহিক নাটক ‘পালকী’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১০:১৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮
  • 190

জনপ্রিয় ধারাবাহিক ‘পালকী’ সাতশ পর্বের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে। বুধবার দীপ্ত টিভিতে প্রচারিত হবে ৭০০ তম পর্ব।

‘পালকী’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, রানী আহাদ, ইমতু রাতিশ, নওশিন, ঝুনা চৌধুরী, নূনা আফরোজ, মোহাম্মদ বারী, সুজাতা, গীতশ্রী, শিরিন আলম, হিল্লোল আরো অনেকে।

মেগা সিরিয়ালটির গল্পে দেখা যাবে, গ্রামের এক সাধারণ মেয়ে পালকি। ঘটনাক্রমে ঢাকার বিখ্যাত রহমান পরিবারের ছেলে সোহেলের সাথে বিয়ে হয় তার। শ্বশুরবাড়িতে কেউ তাকে মেনে না নিলেও নিজের ভালোবাসা ও সাধনায় সবার মন জয় করে নেয় সে। অনেক প্রতিকূলতা পার হয়ে পালকি রহমান পরিবারের পূত্রবধূর স্বীকৃতি পায়।

এরপর পালকি তার স্বপ্নপূরণের লক্ষ্যে এগিয়ে যায়। সাধারণ মেয়েদের অসাধারণ করার লক্ষ্যে, রহমান গ্রুপস-এর সহযোগিতায় তৈরি করে পালকি ফাউন্ডেশন। পুরানো শত্রুতার জেরে বন্ধ হয়ে যায় রহমান গ্রুপস ও পালকি ফাউন্ডেশন। পালকির কাঁধে এসে পড়ে আর্থিক সমস্যায় বিপর্যস্ত রহমান পরিবারকে সামলানোর দায়িত্ব।

পালকি কি পারবে সব দায়িত্ব পালন করে তার অসাধারণ হয়ে ওঠার লক্ষ্যে পৌঁছাতে? এক সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প নিয়ে তৈরি হয়েছে মেগা সিরিয়াল ‘পালকি’ ।

ট্যাগ :
জনপ্রিয়

সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র

৭০০ পর্বে ধারাবাহিক নাটক ‘পালকী’

প্রকাশিত : ১০:১৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮

জনপ্রিয় ধারাবাহিক ‘পালকী’ সাতশ পর্বের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে। বুধবার দীপ্ত টিভিতে প্রচারিত হবে ৭০০ তম পর্ব।

‘পালকী’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, রানী আহাদ, ইমতু রাতিশ, নওশিন, ঝুনা চৌধুরী, নূনা আফরোজ, মোহাম্মদ বারী, সুজাতা, গীতশ্রী, শিরিন আলম, হিল্লোল আরো অনেকে।

মেগা সিরিয়ালটির গল্পে দেখা যাবে, গ্রামের এক সাধারণ মেয়ে পালকি। ঘটনাক্রমে ঢাকার বিখ্যাত রহমান পরিবারের ছেলে সোহেলের সাথে বিয়ে হয় তার। শ্বশুরবাড়িতে কেউ তাকে মেনে না নিলেও নিজের ভালোবাসা ও সাধনায় সবার মন জয় করে নেয় সে। অনেক প্রতিকূলতা পার হয়ে পালকি রহমান পরিবারের পূত্রবধূর স্বীকৃতি পায়।

এরপর পালকি তার স্বপ্নপূরণের লক্ষ্যে এগিয়ে যায়। সাধারণ মেয়েদের অসাধারণ করার লক্ষ্যে, রহমান গ্রুপস-এর সহযোগিতায় তৈরি করে পালকি ফাউন্ডেশন। পুরানো শত্রুতার জেরে বন্ধ হয়ে যায় রহমান গ্রুপস ও পালকি ফাউন্ডেশন। পালকির কাঁধে এসে পড়ে আর্থিক সমস্যায় বিপর্যস্ত রহমান পরিবারকে সামলানোর দায়িত্ব।

পালকি কি পারবে সব দায়িত্ব পালন করে তার অসাধারণ হয়ে ওঠার লক্ষ্যে পৌঁছাতে? এক সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প নিয়ে তৈরি হয়েছে মেগা সিরিয়াল ‘পালকি’ ।