বিএনপি ক্ষমতায় গেলে দেশে কোনো ধরনের প্রতিহিংসা, জুলুম-নির্যাতন কিংবা অন্যায় কাজ করতে দেওয়া হবে না বলে আশ্বাস দিয়েছেন হবিগঞ্জ- ৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সল। তিনি বলেন, “বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। বিএনপি সরকার গঠন করলে চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, মামলা বাণিজ্য ও জমি দখলের মতো অপরাধ কঠোরভাবে দমন করা হবে। জনগণই দেশের প্রকৃত মালিক, জনগণের টাকায় রাষ্ট্র চলে- সুতরাং কারও অন্যায় করার সুযোগ থাকবে না।” রোববার বিকেলে মাধবপুর উপজেলার খড়কি বাজারে ১,২,ও ৩ নং ওয়ার্ড আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় ভোটার উপস্থিত ছিলেন।
সৈয়দ মো. ফয়সল আরও বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে মানুষ শান্তিতে ঘরে ঘুমাতে পারবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটবে। কাউকে ভয়ভীতি দেখিয়ে হয়রানি করা হবে না।” তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, পরিবার কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ডসহ নানা জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নত করা হবে। নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, “প্রয়াত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চার-পাঁচবার আমাদের বাড়িতে এসেছিলেন। তিনি আমাকে খুব স্নেহ করতেন। তার আদর্শ অনুসরণ করেই আমি মানুষের পাশে থাকতে চাই।”
বিশেষ অতিথির বক্তব্যে সায়হাম গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, “খড়কি গ্রামবাসী আমাদের প্রতিবেশী। আপনাদের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক রয়েছে। অতীতেও আমরা আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। বিএনপি আপনাদের সমর্থনে সরকার গঠন করলে এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের উন্নয়নে আমরা কাজ করব।” সভায় সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা ফকরুল ইসলাম শিরু।তিনি বলেন, “এই অঞ্চলের মানুষ উন্নয়ন চান। সৈয়দ মো. ফয়সল একজন সৎ, যোগ্য ও পরীক্ষিত নেতা। তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করতে হবে।” সভা শেষে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে শ্লোগান দেন এবং খড়কি বাজার এলাকায় গণসংযোগ করেন।
ডিএস./





















