মেহেন্দিগঞ্জে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার সকালে উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় সাংসদ’র পক্ষে তার প্রতিনিধিরা, উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, পুলিশ প্রশাসন, সাংবাদিক সংগঠন মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও সদর ইউনিয়নসহ সরকারি- বেসরকারি দপ্তর।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের পর ১ মিনিট নিরবে দাঁড়িয়ে থাকেন।
এরপর বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্ট ঘাতকের বুলেটে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
অপরদিকে আজ সকালে মেহেন্দিগঞ্জ পৌরসভায় মেহেন্দিগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দীন খানসহ বিভিন্ন সংগঠন পৌরসভার সামনে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়াও মেহেন্দিগঞ্জ উপজেলার ১৬ টি ইউনিয়নে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















