লিগ ওয়ানে দুর্দান্ত এক জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। মেসি খেলেননি, কিন্তু তাঁর বলে বলিয়ান হয়েই কি না কে জানে, স্ত্রাসবুর্গের বিপক্ষে শুরু থেকেই দুর্দান্ত ফুটবল উপহার দিতে থাকে পিএসজি। শেষ পর্যন্ত তো নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে স্ত্রাসবুর্গের বিপক্ষে ৪-২ গোলের জয় পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে-মাউরো ইকার্দিরা।
দর্শকদের এই আনন্দটা পুরো ম্যাচ জুড়েও ছিল। দুর্দান্ত খেলে লিগের দ্বিতীয় ম্যাচেও দাপট দেখিয়েছে মাউরো পচেত্তিনোর শিষ্যরা। স্কোয়াডে না থাকলেও গ্যালারিতে বসেই ম্যাচ উপভোগ করেছেন মেসি, নেইমার, ডি মারিয়ারা।
ম্যাচের ৩ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। মেসি, নেইমার, এমবাপ্পে; এই ত্রয়ী খেলতে শুরু করলে পিএসজির একাদশে হয়তো সুযোগই পাবেন না আর্জেন্টিনার স্ট্রাইকার ইকার্দি। আজ স্ত্রাসবুর্গের বিপক্ষে প্রথম গোলটি করেছেন তিনিই। তবে এই গোলে বড় অবদান ছিল দিয়ালোর অসাধারণ এক পাসের। এরপর ম্যাচের ২৫তম মিনিটে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এর দুই মিনিট পর গোল করে পিএসজিকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন জুলিয়ান ড্র্যাক্সলার। ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় এমবাপ্পেরা।
বিরতির পর ঘুরে দাঁড়াতে চেষ্টা করে স্ট্রাসবার্গ। ম্যাচের ৫৩ ও ৬৪ মিনিটে গোল করে ব্যবধান কমিয়ে আনে তারা। তবে ম্যাচে সমতায় ফেরা হয়নি তাদের। উল্টো ম্যাচের ৮৬তম মিনিটে এমবাপ্পের পাসে গোল করেন পিএসজির ৪-২ গোলের জয় নিশ্চিত করেন পাবলো সারাবিয়া।