মানবতাবিরোধী অপরাধের দায়ে নোয়াখালী জেলার সুধারাম এলাকার আমির আলীসহ তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সাথে মো. আব্দুল কুদ্দুস নামে অন্য একজনকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
ফাঁসির দণ্ডাপ্রাপ্তরা হলেন, আমির আলী, মো. জয়নাল আবদিন, ও আবুল কালাম ওরফে এ কে এম মনসুর।
এই চার আসামির মধ্যে মনসুর পলাতক। বাকি তিনজন রায়ের সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এর আগে ৬ ফেব্রুয়ারি ৩১তম এ মামলায় নোয়াখালীর সুধারমের আমির আলীসহ চারজনের বিরুদ্ধে যে কোনো দিন রায় (সিএভি) ঘোষণার জন্য রাখা হয়। ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। আসামি চারজন হলেন- আমির আহম্মেদ ওরফে রাজাকার আমির আলী, জয়নাল আবদিন, আব্দুল কুদ্দুস এবং আবুল কালাম ওরফে এ কে এম মনসুর।


























