০৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

সারাদেশে বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালিত

  • ইমরান মাসুদ
  • প্রকাশিত : ১২:০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
  • 106

সারাদেশে বিনম্র শ্রদ্ধায় ও নানা আনুষ্ঠানিকতায় পালিত হয় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, কোরআনখানি, কাঙ্গালিভোজ, আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, সরকারি-বেসরকারি অফিস, আদালত, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার সারা দেশের জেলা-উপজেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ তুলে ধরা হল:

শ্রীমঙ্গল

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রবিবার সকালে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিএমএ, পল্লী বিদ্যুৎ সমিতি, রোভার স্কাউট, শ্রীমঙ্গল প্রেস ক্লাব ও উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে। এতে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

নীলফামারী
শহরের বঙ্গবন্ধু চত্বরে সকাল ৯টায় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহামুদ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ ও নীলফামারী প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এদিকে সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অনলাইন প্লাটফরমে প্রধান অতিথি ছিলেন নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এমপি ।
বোয়ালমারী
রবিবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন করা হয়। সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু মুর‌্যালে পুস্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন, থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, মেয়র মো. সেলিম রেজা লিপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান প্রমুখ।
কালিয়াকৈর :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হলরুমে রবিবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন প্রমুখ।
শিবপুর :
নরসিংদীর শিবপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনায় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় আর্থিক অনুদান দেয়া হয়েছে। ৪৬তম জাতীয় শোক দিবস উপলক্ষে নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য ব্যক্তিগত তহবিল থেকে মাদ্রাসা ও এতিমখানায় ৬ লক্ষ টাকার অনুদান প্রদান করেছেন। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবদনের পর তিনি শিবপুর উপজেলার বিভিন্ন মাদ্রাসায় ও এতিমখানায় এসব অর্থ বিতরণ করেন। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত নগদ অর্থ বিতরণ ও শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর আসনের সংসদ সদস্য জহরিুল হক ভুইয়া মোহন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম রাখিলসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা জুড়ে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস।
শেরপুর :
শেরপুরে যথাযোগ্য মর্যদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আজ ভোরে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শোক দিবসের কর্মসূচির সূচনা করা হয়। জাতির জনকের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

দাউদকান্দি
রোববার জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে এসব কথা বলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী।
দুপুর ১২ টায় তিনি উপজেলা চত্ত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা নিবেদন করেন।
এ সময় সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান,উপজেলা পরিষদ এর ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন,উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড.আহসান হাবীব চৌধুরী লিল মিয়া,পৌর আ.লীগ এর সাধারণ সম্পাদক মো.শাহ-জাহান মিয়া,সুন্দলপুর ইউপি চেয়ারম্যান মাসুদ আলম,গৌরীপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক নোমান মিয়া ও উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি মো.সোহেল রানা প্রমুখ।
বরিশাল

বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। এদিনে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। রোববার সকাল ৬টা ২০ মিনিটে নগরীর সদর রোডের আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন এবং মহানগর আওয়ামী লীগের ৩০টি ওয়ার্ডের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। একই সময়ে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রদ্ধা অর্পণ করেন। এ ছাড়া সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অশ্বিনী কুমার হলের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
টাঙ্গাইল

টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। জাতির জনকের শাহাদাতবার্ষিকীতে অনলাইনভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুষ্পস্তবক অর্পণ, মোনাজাত, প্রামাণ্য চিত্রপ্রদর্শনী, আলোচনাসভা, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনাসহ বিভিন্ন কর্মসূচির অয়োজন করা হয়। রোববার সকাল ৯টায় শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে শ্রদ্ধাঞ্জলি জানান। এর পর পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের নেতৃত্বে জেলা পুলিশ, জোয়াহেরুল ইসলাম এমপির নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, জেলা পরিষদের পক্ষ থেকে প্রধান নির্বাহী সুব্রত কুমার সিকদার, টাঙ্গাইল পৌরসভার পক্ষ থেকে মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি জাফর আহমেদ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
ফরিদপুর :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ফরিদপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে। স্থানীয় ঐতিহাসিক অম্বিকা ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদপুর পৌরসভাসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক অতুল সরকার, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ.কে আজাদ, পুলিশ সুপার মো. আলীমুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

ফরিদগঞ্জ :
চাঁদপুরের ফরিদগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো অনেকটা উপচে পড়া ভিড়ের মাঝে দিবসটি পালন করে। সকালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. জাহিদুল ইসলাম রোমান, সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার ও সাবেক মেয়র মাহফুজুল হকের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সম্মূখে জাতীয় পতাকা উত্তোলণ করা হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. জাহিদুল ইসলাম রোমান। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর মুরালে পুস্পস্তবক অর্পণ করে। উপজেলা প্রশাসন ইউএনও শিউলী হরির নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) সারমিন আক্তারকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর মুরালে ফুলেল শুভেচ্ছা জানান হয়। পরে ভার্চুয়াল এক আলোচনা সভায় মিলিত হন। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের পক্ষ থেকে টিএচইও আশ্রাফ আহমেদ চৌধুরী ও আরএমও ডাক্তার মোঃ কামরুল হাসান পুস্পস্তবক অপর্ণ করেন।

ব্রাহ্মণবাড়িয়া
রবিবার সকালে পৌর এলাকার বঙ্গবন্ধু স্কয়ারে জাতির জনকের প্রতিকৃতিতে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি জাতির জনকের আতœার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, রেড ক্রিসেন্ট ইউনিটসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণি পেশার মানুষ জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

উখিয়া

কক্সবাজারের উখিয়ায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ। রবিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার ভুমি মোহাম্মদ তাজ উদ্দিন আহমেদ, উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়–য়া রাজন কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা ইরফান উদ্দিন আহমেদ, বাংলা একাডেমির আজীবন সদস্য কবি আদিল চৌধুরী মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার পরিমল বড়–য়া, মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেম উখিয়া প্রেস ক্লাবের সভাপতি এস এম আনোয়ার, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী মাষ্টার হারুন রশীদ, অন লাইন প্রেস ক্লাবের সভাপতি শফিক আজাদ ও শিক্ষার্থী তসলিমা আক্তার, এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তি যোদ্ধা, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম, বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া
রোববার সকাল ৮টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্তরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পু®পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম ও পুলিশ সুপার খাইরুল আলম উপস্থিত ছিলেনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। অপরদিকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তক অর্পণ করা হয় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগষ্টের শহীদদের বিদেহী আত্মার শান্তি এবং দেশের সমৃদ্ধি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। এছাড়াও জেলার দৌলতপুরসহ বিভিন্ন উপজেলায় যথাযথ মর্যাদায় নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে।

মেহেরপুর

জেলা প্রশাসক কার্য্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন করেন। পরবর্তীতে পুলিশ সুপার, সিভিল সার্জন, জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ, বেসরকারী প্রতিষ্ঠান ও রাজনৈতিক অংগ সংগঠন অংশ নেয়। স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন অনুষ্ঠানের মাধমে দিবসটিকে সাজানো হয়েছে। আলোচনা সভা, দোয়া মাহফিল, সেচ্ছায় রক্তদান, চিত্রাঙ্কন-কবিতাপাঠ সহ বিভিন্ন প্রতিযোগীতা আয়োজন করা হয়েছে।

রাঙামাটি :

করোনার স্বাস্থ্যবিধি মেনে জেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রথমে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, এরপর জেলা পুলিশ বিভাগ ও স্বাস্থ্য বিভাগসহ পর্যায়ক্রমে জেলার সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক এবং সাধারণ মানুষ এসে বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর আগে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যলয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পুষ্পস্তবক অর্পণ শেষে জেলার সরকারি বেসরকারি স্ব-স্ব প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে ভার্চুয়াল (জুম অ্যাপ)র মাধ্যমে সংক্ষিপ্ত আকারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর

জেলা প্রশাসক চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার আনোয়ার হোসেন সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এর পরে মুক্তিযোদ্ধা, সরকারী বেরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

নওগাঁ

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে তরুণ প্রজন্মকে তার আদর্শ ধারণ করে কাজ করতে হবে। শনিবার বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসন আয়োজিত ‘ছোটদের বঙ্গবন্ধু’ শীর্ষক ওয়েবিনারে সরাসরি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। সাধন চন্দ্র মজুমদার বলেন, বঙ্গবন্ধু দেশের মানুষকে ভালোবাসতেন। দেশের মানুষের কল্যাণই ছিল তার ব্রত। চক্রান্তকারীরা ভেবেছিল তাকে হত্যা করলে ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে। তাদের সে চক্রান্ত মিথ্যা ও ভুল প্রমাণিত হয়েছে। শেখ মুজিব স্থান করে নিয়েছেন এ দেশের মানুষের অন্তরে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর। সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ।

নাটোর

শহরের কান্দিভিটা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সহ নেতৃবৃন্দ। এ সময় এক মিনিট নীরবতা পালন, বিশেষ মোনাজাত করা হয়। অপরদিকে, একই সময়ে শহরের কানাইখালি পুরাতন বাস টার্মিনাল এলাকায় জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর মধ্যে দিয়ে দিবসটি পালন করা হচ্ছে। পৃথক দুটি স্থানেই বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরেয়ে এনে ফাসি কার্য়কর করার দাবী জানান নেতৃবৃন্দ। এছাড়া সারা দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করছে জেলা প্রশাসন।

লালমোহন

রোববার সূর্যোদয়ের সাথে সাথে আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো ও দলীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এছাড়াও দুপুরে উপজেলা অডিটরিয়ামে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সাংসদ নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম, ওসি মাকসুদুর রহমান মুরাদ প্রমুখ ।

কমলগঞ্জ

কমলগঞ্জ রোববার সকাল সাড়ে ৯টায় পৌরসভা কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে ১৫ আগস্টে শাহাদাত বরণকারী তার পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে কমলগঞ্জ পৌরসভার সহকারি প্রকৌশলী ও (ভারপ্রাপ্ত সচিব) মোহাম্মদ বেলাল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ। কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী ইমরান আহমেদ, ইমাম জয়নাল আবেদীন, কাউন্সিলর আওয়ামীলীগ নেতা ছাদ আলী, বখতিয়ার খান, রফিকুল ইসলাম রুহেল।

ফুলবাড়ী

রোববার সকাল উপজেলা চত্তরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ পুলিশ ফুলবাড়ী থানা, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, ফুলবাড়ী প্রেসক্লাব, উপজেলা যুবলীগ, ও ছাত্রলীগ, ফুলবাড়ীর সদরের সকল শিক্ষা প্রতিষ্টানসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলের পুস্পস্তবক অর্পণ করেছেন। পরে এক মিনিট নীরবতা পালন শেষে ম্যুরাল চত্বরের সামনে উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমক্তিযোদ্ধা মজিবর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, ইউপি চেয়রম্যান হারুন অর রশীদ, সহ আরো অনেকে প্রমুখ।

দৌলতপুর
রোববার প্রত্যুষে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করা হয়। সকাল ৮টায় কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্যে আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের নেতৃত্বে উপজেলা পরিষদ ও প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা শিল্পকলা একাডেমি, দৌলতপুর প্রেসক্লাবসহ বিভিন্ন দপ্তর ও সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পন শেষে ১ মিনিট নীরবতা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণ, আবৃত্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও দৌলতপুর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করে।
রাজশাহী
সূর্যদয়ের সঙ্গে সঙ্গে মহানগরের কুমারপাড়ার আওয়ামী লীগ কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন মহানগর আওয়ামী লীগের নেতারা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের নেতারাও। এরপর মহানগরের কুমারপাড়া দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সবার আত্মার মাগফেরাত কামনা করা হয়। পরে দুপুরে দলীয় কার্যালয়ের সামনে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

চট্টগ্রাম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে চট্টগ্রামের মানুষ। রোববার ভোর হতেই ফুল হাতে কালো রঙের ব্যানারে জাতির জনকের প্রতিকৃতির কাছে ছুটে যান সর্বস্তরের মানুষ। রোববার সকাল ৯টায় নগরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনটির কর্মসূচির শুরু করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান ও জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের সম্মানে সশস্ত্র সালাম জানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি চৌকস দল। এরপর সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, জেলা সিভিল সার্জন অফিস, নৌ পুলিশ, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড, সরকারি-বেসরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। অন্যদিকে, নগরীর হালিশহরের বড়পোল এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্মিত জাতির জনকের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মহানগর আওয়ামী লীগ। এ সময় ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ নগর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও
জাতীয় শোক দিবস উপলক্ষে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন এর উদ্যোগে সীমান্তবর্তী এলাকায় গরিব দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার দিনব্যাপী হরিপুর, কাঠালডাংগী, বেউরঝাড়ী, পারিয়া এবং বর্ষালুপাড়া সীমান্ত এলাকায় এ ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সেক্টর সদর দফতর এর পরিচালক লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিজিবির কোম্পানি, বিওপি কমান্ডার, স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে পবিত্র সুরা ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাতে অংশ নেন মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। সেই সঙ্গে বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের শহীদদের মাগফিরাত কামনা করা হয়। টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ।

নারায়ণগঞ্জ

 

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও শোক র‌্যালিসহ নানা আয়োজনে জেলায় জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। সকাল ১০টায় নগরীর দুই নম্বর রেলগেট এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী। পরে জেলা আওয়ামী লীগের একাংশের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পাশাপাশি নগরীর চাষাঢ়ায় বিজয়স্তম্ভে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম ও র‌্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল তানভীর পাশাসহ প্রশাসনের কর্মকর্তারা। পাশাপাশি সব উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কার্যালয়ে কোরআন তিলাওয়াত, দোয়া মাহফিলসহ দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। ৬২ বিজিবির পক্ষ থেকে অসহায়দের মাঝে নগরীর আলাউদ্দিন খান জিমখানা মাঠে খাবার বিতরণ করা হয়।

মানিকগঞ্জ

সকালে জেলার শহীদ স্মৃতিস্তম্ভের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মো. গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও পৌর মেয়র মো. রমজান আলী প্রমুখ।

ময়মনসিংহ

সকাল ৮টায় মহানগরীর সার্কিট হাউস মাঠ প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রথমে শ্রদ্ধা জানান সংসদ সদস্য মনিরা সুলতানা মনি। পরে সিটি মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি হারুন অর রশিদ, জেলা প্রশাসকের কর্মকর্তা, পুলিশ সুপার মো. আহমার উজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল হক ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান।

বরিশাল

সকাল ৬টা ২০ মিনিটে নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ। পরে সদর আসনের এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুকের পক্ষে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ছাড়া বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, ডিআইজি এসএম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পটুয়াখালী:

বঙ্গবন্ধুর ম্যুরালে জেলাবাসীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, সংরক্ষিত নারী আসনের এমপি কাজী কানিজ সুলতানা হেলেন, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম আলম শিপন। পটুয়াখালীতে বঙ্গবন্ধুর ম্যুরালে জেলাবাসীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক।
সিলেট:
শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয়ে জেলায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। শ্রদ্ধা নিবেদনে বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন উপস্থিত ছিলেন।
রংপুর: রংপুরে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার প্রদান এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। সকাল ১০টায় সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভূঁইয়া, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার ও বিভিন্ন দফতরের কর্মকর্তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
খুলনা: সকালে মহানগর, জেলা আওয়ামী লীগ, সহযোগী অঙ্গ সংগঠন, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়সহ নানা সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। কেসিসির উদ্যোগে নগর ভবনে কােরআনখানি, আলোচনা সভা ও দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। খুলনা প্রেসক্লাব আয়োজিত শোক দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী।

মাদারীপুর :
মাদারীপুর জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ নানা সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এর মধ্যে জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রায় এক হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

এছাড়াও রবিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ অঙ্গ সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, জেলা যুবলীগের সভাপতি আতাহার আলী সর্দার, জেলা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন হাওলাদার, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক, সাধারণ সম্পাদক বায়েজিত হাওলাদার প্রমুখ।

খুলনা :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে সম্মেলন কক্ষ থেকে অনলাইনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি (অনলাইনে) ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথি সিটি মেয়র বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব ও বাংলাদেশ একে অন্যের পরিপূরক। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো শোষণমুক্ত বাংলাদেশ গড়া। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির পিতা দীর্ঘ আন্দোলন ও সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার অসমাপ্ত কাজ সম্পন্ন হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।

শ্রীপুর :

গাজীপুরের শ্রীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ।

পরে শ্রীপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. কবির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত হয়ে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ বক্তব্য রাখেন। আরও বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এ্যাড. মো. শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র আলহাজ মো. আনিছুর রহমান, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মাহাতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, শ্রীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রনয় ভুষণ দাস প্রমুখ।

 

গাজীপুর

গাজীপুর মহানগর ও জেলা জুড়ে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে।

এ উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে ঢল নামে।

প্রথমে পুষ্পার্ঘ অর্পণ করে বিনীত শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, মেট্রোপলিটন ও জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, প্রেসক্লাবসহ সরকারি বিভিন্ন অধিদপ্তর, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

লালমনিরহাট:

জাতীয় শোক দিবস উপলক্ষে গণপূর্ত বিভাগ লালমনিরহাট জেলা কার্যালয়ে দোয়া মাহফিল ও শতাধিক অসহায়, দুস্থ মানুষের মাঝে শুকনো খাবার হিসেবে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, লবন বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান সরকার, উপ-বিভাগীয় প্রকৌশলী হাসান মাহমুদসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে লালমনিরহাটে ৭১’এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৫ আগষ্ট) সকালে সদর উপজেলার সিন্ধুরমতি বাজারের জেলা কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আতœার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি রফিকুল ইসলাম মন্ডল বুলু, কুড়িগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আলী, সদর উপজেলা সভাপতি জহর লাল শাস্ত্রী, আবু বক্কর সিদ্দিক, আব্দুল হামিদ মাষ্টার প্রমুখ।

পঞ্চগড় :
জাতীয় শোক দিবস পালিত উপলক্ষে আজ রবিবার সকালে পঞ্চগড় সার্কিট হাউজ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এসময় পঞ্চগড়–১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইঊসুফ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর মেয়র ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুনসহ মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

পটুয়াখালী :

পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলার মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগ, মহিপুর থানা যুবলীগ, কুয়াকাটা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পৃথকভাবে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ দিবসটি পালন করেছে।

নরসিংদী :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কর্মহীন ৫০০ দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ নরসিংদী জেলা যুবলীগের উদ্যোগে সাটিপাড়া কালী কুমার উচ্চ বিদ্যালয় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এর আগে সূর্যোদয়ের সাথে সাথে কালো পতাকা উত্তোলন ও জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয়ে ১৫ আগস্টে শহীদ সকলের আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী সভাপতিত্বে ত্রাত বিতরণে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শামীম, আওয়ামী যুবলীগের সদস্য নাদিম উদ্দিন ও নরসিংদী শহর আওয়ামী যুবলীগের সভাপতি ইঞ্জিনিয়ার ভুইয়া সোহেল, প্রচার সম্পাদক এলটন গোস্বামী।
এছাড়া শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ ও শহর আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

ট্যাগ :
জনপ্রিয়

সারাদেশে বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত : ১২:০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১

সারাদেশে বিনম্র শ্রদ্ধায় ও নানা আনুষ্ঠানিকতায় পালিত হয় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, কোরআনখানি, কাঙ্গালিভোজ, আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, সরকারি-বেসরকারি অফিস, আদালত, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার সারা দেশের জেলা-উপজেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ তুলে ধরা হল:

শ্রীমঙ্গল

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রবিবার সকালে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিএমএ, পল্লী বিদ্যুৎ সমিতি, রোভার স্কাউট, শ্রীমঙ্গল প্রেস ক্লাব ও উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে। এতে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

নীলফামারী
শহরের বঙ্গবন্ধু চত্বরে সকাল ৯টায় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহামুদ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ ও নীলফামারী প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এদিকে সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অনলাইন প্লাটফরমে প্রধান অতিথি ছিলেন নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এমপি ।
বোয়ালমারী
রবিবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন করা হয়। সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু মুর‌্যালে পুস্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন, থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, মেয়র মো. সেলিম রেজা লিপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান প্রমুখ।
কালিয়াকৈর :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হলরুমে রবিবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন প্রমুখ।
শিবপুর :
নরসিংদীর শিবপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনায় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় আর্থিক অনুদান দেয়া হয়েছে। ৪৬তম জাতীয় শোক দিবস উপলক্ষে নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য ব্যক্তিগত তহবিল থেকে মাদ্রাসা ও এতিমখানায় ৬ লক্ষ টাকার অনুদান প্রদান করেছেন। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবদনের পর তিনি শিবপুর উপজেলার বিভিন্ন মাদ্রাসায় ও এতিমখানায় এসব অর্থ বিতরণ করেন। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত নগদ অর্থ বিতরণ ও শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর আসনের সংসদ সদস্য জহরিুল হক ভুইয়া মোহন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম রাখিলসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা জুড়ে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস।
শেরপুর :
শেরপুরে যথাযোগ্য মর্যদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আজ ভোরে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শোক দিবসের কর্মসূচির সূচনা করা হয়। জাতির জনকের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

দাউদকান্দি
রোববার জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে এসব কথা বলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী।
দুপুর ১২ টায় তিনি উপজেলা চত্ত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা নিবেদন করেন।
এ সময় সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান,উপজেলা পরিষদ এর ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন,উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড.আহসান হাবীব চৌধুরী লিল মিয়া,পৌর আ.লীগ এর সাধারণ সম্পাদক মো.শাহ-জাহান মিয়া,সুন্দলপুর ইউপি চেয়ারম্যান মাসুদ আলম,গৌরীপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক নোমান মিয়া ও উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি মো.সোহেল রানা প্রমুখ।
বরিশাল

বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। এদিনে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। রোববার সকাল ৬টা ২০ মিনিটে নগরীর সদর রোডের আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন এবং মহানগর আওয়ামী লীগের ৩০টি ওয়ার্ডের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। একই সময়ে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রদ্ধা অর্পণ করেন। এ ছাড়া সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অশ্বিনী কুমার হলের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
টাঙ্গাইল

টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। জাতির জনকের শাহাদাতবার্ষিকীতে অনলাইনভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুষ্পস্তবক অর্পণ, মোনাজাত, প্রামাণ্য চিত্রপ্রদর্শনী, আলোচনাসভা, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনাসহ বিভিন্ন কর্মসূচির অয়োজন করা হয়। রোববার সকাল ৯টায় শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে শ্রদ্ধাঞ্জলি জানান। এর পর পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের নেতৃত্বে জেলা পুলিশ, জোয়াহেরুল ইসলাম এমপির নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, জেলা পরিষদের পক্ষ থেকে প্রধান নির্বাহী সুব্রত কুমার সিকদার, টাঙ্গাইল পৌরসভার পক্ষ থেকে মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি জাফর আহমেদ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
ফরিদপুর :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ফরিদপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে। স্থানীয় ঐতিহাসিক অম্বিকা ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদপুর পৌরসভাসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক অতুল সরকার, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ.কে আজাদ, পুলিশ সুপার মো. আলীমুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

ফরিদগঞ্জ :
চাঁদপুরের ফরিদগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো অনেকটা উপচে পড়া ভিড়ের মাঝে দিবসটি পালন করে। সকালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. জাহিদুল ইসলাম রোমান, সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার ও সাবেক মেয়র মাহফুজুল হকের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সম্মূখে জাতীয় পতাকা উত্তোলণ করা হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. জাহিদুল ইসলাম রোমান। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর মুরালে পুস্পস্তবক অর্পণ করে। উপজেলা প্রশাসন ইউএনও শিউলী হরির নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) সারমিন আক্তারকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর মুরালে ফুলেল শুভেচ্ছা জানান হয়। পরে ভার্চুয়াল এক আলোচনা সভায় মিলিত হন। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের পক্ষ থেকে টিএচইও আশ্রাফ আহমেদ চৌধুরী ও আরএমও ডাক্তার মোঃ কামরুল হাসান পুস্পস্তবক অপর্ণ করেন।

ব্রাহ্মণবাড়িয়া
রবিবার সকালে পৌর এলাকার বঙ্গবন্ধু স্কয়ারে জাতির জনকের প্রতিকৃতিতে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি জাতির জনকের আতœার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, রেড ক্রিসেন্ট ইউনিটসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণি পেশার মানুষ জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

উখিয়া

কক্সবাজারের উখিয়ায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ। রবিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার ভুমি মোহাম্মদ তাজ উদ্দিন আহমেদ, উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়–য়া রাজন কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা ইরফান উদ্দিন আহমেদ, বাংলা একাডেমির আজীবন সদস্য কবি আদিল চৌধুরী মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার পরিমল বড়–য়া, মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেম উখিয়া প্রেস ক্লাবের সভাপতি এস এম আনোয়ার, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী মাষ্টার হারুন রশীদ, অন লাইন প্রেস ক্লাবের সভাপতি শফিক আজাদ ও শিক্ষার্থী তসলিমা আক্তার, এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তি যোদ্ধা, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম, বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া
রোববার সকাল ৮টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্তরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পু®পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম ও পুলিশ সুপার খাইরুল আলম উপস্থিত ছিলেনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। অপরদিকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তক অর্পণ করা হয় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগষ্টের শহীদদের বিদেহী আত্মার শান্তি এবং দেশের সমৃদ্ধি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। এছাড়াও জেলার দৌলতপুরসহ বিভিন্ন উপজেলায় যথাযথ মর্যাদায় নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে।

মেহেরপুর

জেলা প্রশাসক কার্য্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন করেন। পরবর্তীতে পুলিশ সুপার, সিভিল সার্জন, জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ, বেসরকারী প্রতিষ্ঠান ও রাজনৈতিক অংগ সংগঠন অংশ নেয়। স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন অনুষ্ঠানের মাধমে দিবসটিকে সাজানো হয়েছে। আলোচনা সভা, দোয়া মাহফিল, সেচ্ছায় রক্তদান, চিত্রাঙ্কন-কবিতাপাঠ সহ বিভিন্ন প্রতিযোগীতা আয়োজন করা হয়েছে।

রাঙামাটি :

করোনার স্বাস্থ্যবিধি মেনে জেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রথমে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, এরপর জেলা পুলিশ বিভাগ ও স্বাস্থ্য বিভাগসহ পর্যায়ক্রমে জেলার সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক এবং সাধারণ মানুষ এসে বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর আগে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যলয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পুষ্পস্তবক অর্পণ শেষে জেলার সরকারি বেসরকারি স্ব-স্ব প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে ভার্চুয়াল (জুম অ্যাপ)র মাধ্যমে সংক্ষিপ্ত আকারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর

জেলা প্রশাসক চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার আনোয়ার হোসেন সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এর পরে মুক্তিযোদ্ধা, সরকারী বেরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

নওগাঁ

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে তরুণ প্রজন্মকে তার আদর্শ ধারণ করে কাজ করতে হবে। শনিবার বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসন আয়োজিত ‘ছোটদের বঙ্গবন্ধু’ শীর্ষক ওয়েবিনারে সরাসরি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। সাধন চন্দ্র মজুমদার বলেন, বঙ্গবন্ধু দেশের মানুষকে ভালোবাসতেন। দেশের মানুষের কল্যাণই ছিল তার ব্রত। চক্রান্তকারীরা ভেবেছিল তাকে হত্যা করলে ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে। তাদের সে চক্রান্ত মিথ্যা ও ভুল প্রমাণিত হয়েছে। শেখ মুজিব স্থান করে নিয়েছেন এ দেশের মানুষের অন্তরে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর। সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ।

নাটোর

শহরের কান্দিভিটা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সহ নেতৃবৃন্দ। এ সময় এক মিনিট নীরবতা পালন, বিশেষ মোনাজাত করা হয়। অপরদিকে, একই সময়ে শহরের কানাইখালি পুরাতন বাস টার্মিনাল এলাকায় জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর মধ্যে দিয়ে দিবসটি পালন করা হচ্ছে। পৃথক দুটি স্থানেই বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরেয়ে এনে ফাসি কার্য়কর করার দাবী জানান নেতৃবৃন্দ। এছাড়া সারা দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করছে জেলা প্রশাসন।

লালমোহন

রোববার সূর্যোদয়ের সাথে সাথে আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো ও দলীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এছাড়াও দুপুরে উপজেলা অডিটরিয়ামে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সাংসদ নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম, ওসি মাকসুদুর রহমান মুরাদ প্রমুখ ।

কমলগঞ্জ

কমলগঞ্জ রোববার সকাল সাড়ে ৯টায় পৌরসভা কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে ১৫ আগস্টে শাহাদাত বরণকারী তার পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে কমলগঞ্জ পৌরসভার সহকারি প্রকৌশলী ও (ভারপ্রাপ্ত সচিব) মোহাম্মদ বেলাল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ। কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী ইমরান আহমেদ, ইমাম জয়নাল আবেদীন, কাউন্সিলর আওয়ামীলীগ নেতা ছাদ আলী, বখতিয়ার খান, রফিকুল ইসলাম রুহেল।

ফুলবাড়ী

রোববার সকাল উপজেলা চত্তরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ পুলিশ ফুলবাড়ী থানা, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, ফুলবাড়ী প্রেসক্লাব, উপজেলা যুবলীগ, ও ছাত্রলীগ, ফুলবাড়ীর সদরের সকল শিক্ষা প্রতিষ্টানসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলের পুস্পস্তবক অর্পণ করেছেন। পরে এক মিনিট নীরবতা পালন শেষে ম্যুরাল চত্বরের সামনে উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমক্তিযোদ্ধা মজিবর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, ইউপি চেয়রম্যান হারুন অর রশীদ, সহ আরো অনেকে প্রমুখ।

দৌলতপুর
রোববার প্রত্যুষে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করা হয়। সকাল ৮টায় কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্যে আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের নেতৃত্বে উপজেলা পরিষদ ও প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা শিল্পকলা একাডেমি, দৌলতপুর প্রেসক্লাবসহ বিভিন্ন দপ্তর ও সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পন শেষে ১ মিনিট নীরবতা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণ, আবৃত্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও দৌলতপুর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করে।
রাজশাহী
সূর্যদয়ের সঙ্গে সঙ্গে মহানগরের কুমারপাড়ার আওয়ামী লীগ কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন মহানগর আওয়ামী লীগের নেতারা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের নেতারাও। এরপর মহানগরের কুমারপাড়া দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সবার আত্মার মাগফেরাত কামনা করা হয়। পরে দুপুরে দলীয় কার্যালয়ের সামনে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

চট্টগ্রাম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে চট্টগ্রামের মানুষ। রোববার ভোর হতেই ফুল হাতে কালো রঙের ব্যানারে জাতির জনকের প্রতিকৃতির কাছে ছুটে যান সর্বস্তরের মানুষ। রোববার সকাল ৯টায় নগরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনটির কর্মসূচির শুরু করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান ও জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের সম্মানে সশস্ত্র সালাম জানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি চৌকস দল। এরপর সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, জেলা সিভিল সার্জন অফিস, নৌ পুলিশ, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড, সরকারি-বেসরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। অন্যদিকে, নগরীর হালিশহরের বড়পোল এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্মিত জাতির জনকের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মহানগর আওয়ামী লীগ। এ সময় ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ নগর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও
জাতীয় শোক দিবস উপলক্ষে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন এর উদ্যোগে সীমান্তবর্তী এলাকায় গরিব দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার দিনব্যাপী হরিপুর, কাঠালডাংগী, বেউরঝাড়ী, পারিয়া এবং বর্ষালুপাড়া সীমান্ত এলাকায় এ ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সেক্টর সদর দফতর এর পরিচালক লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিজিবির কোম্পানি, বিওপি কমান্ডার, স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে পবিত্র সুরা ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাতে অংশ নেন মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। সেই সঙ্গে বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের শহীদদের মাগফিরাত কামনা করা হয়। টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ।

নারায়ণগঞ্জ

 

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও শোক র‌্যালিসহ নানা আয়োজনে জেলায় জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। সকাল ১০টায় নগরীর দুই নম্বর রেলগেট এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী। পরে জেলা আওয়ামী লীগের একাংশের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পাশাপাশি নগরীর চাষাঢ়ায় বিজয়স্তম্ভে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম ও র‌্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল তানভীর পাশাসহ প্রশাসনের কর্মকর্তারা। পাশাপাশি সব উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কার্যালয়ে কোরআন তিলাওয়াত, দোয়া মাহফিলসহ দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। ৬২ বিজিবির পক্ষ থেকে অসহায়দের মাঝে নগরীর আলাউদ্দিন খান জিমখানা মাঠে খাবার বিতরণ করা হয়।

মানিকগঞ্জ

সকালে জেলার শহীদ স্মৃতিস্তম্ভের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মো. গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও পৌর মেয়র মো. রমজান আলী প্রমুখ।

ময়মনসিংহ

সকাল ৮টায় মহানগরীর সার্কিট হাউস মাঠ প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রথমে শ্রদ্ধা জানান সংসদ সদস্য মনিরা সুলতানা মনি। পরে সিটি মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি হারুন অর রশিদ, জেলা প্রশাসকের কর্মকর্তা, পুলিশ সুপার মো. আহমার উজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল হক ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান।

বরিশাল

সকাল ৬টা ২০ মিনিটে নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ। পরে সদর আসনের এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুকের পক্ষে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ছাড়া বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, ডিআইজি এসএম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পটুয়াখালী:

বঙ্গবন্ধুর ম্যুরালে জেলাবাসীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, সংরক্ষিত নারী আসনের এমপি কাজী কানিজ সুলতানা হেলেন, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম আলম শিপন। পটুয়াখালীতে বঙ্গবন্ধুর ম্যুরালে জেলাবাসীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক।
সিলেট:
শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয়ে জেলায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। শ্রদ্ধা নিবেদনে বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন উপস্থিত ছিলেন।
রংপুর: রংপুরে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার প্রদান এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। সকাল ১০টায় সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভূঁইয়া, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার ও বিভিন্ন দফতরের কর্মকর্তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
খুলনা: সকালে মহানগর, জেলা আওয়ামী লীগ, সহযোগী অঙ্গ সংগঠন, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়সহ নানা সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। কেসিসির উদ্যোগে নগর ভবনে কােরআনখানি, আলোচনা সভা ও দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। খুলনা প্রেসক্লাব আয়োজিত শোক দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী।

মাদারীপুর :
মাদারীপুর জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ নানা সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এর মধ্যে জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রায় এক হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

এছাড়াও রবিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ অঙ্গ সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, জেলা যুবলীগের সভাপতি আতাহার আলী সর্দার, জেলা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন হাওলাদার, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক, সাধারণ সম্পাদক বায়েজিত হাওলাদার প্রমুখ।

খুলনা :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে সম্মেলন কক্ষ থেকে অনলাইনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি (অনলাইনে) ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথি সিটি মেয়র বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব ও বাংলাদেশ একে অন্যের পরিপূরক। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো শোষণমুক্ত বাংলাদেশ গড়া। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির পিতা দীর্ঘ আন্দোলন ও সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার অসমাপ্ত কাজ সম্পন্ন হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।

শ্রীপুর :

গাজীপুরের শ্রীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ।

পরে শ্রীপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. কবির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত হয়ে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ বক্তব্য রাখেন। আরও বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এ্যাড. মো. শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র আলহাজ মো. আনিছুর রহমান, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মাহাতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, শ্রীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রনয় ভুষণ দাস প্রমুখ।

 

গাজীপুর

গাজীপুর মহানগর ও জেলা জুড়ে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে।

এ উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে ঢল নামে।

প্রথমে পুষ্পার্ঘ অর্পণ করে বিনীত শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, মেট্রোপলিটন ও জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, প্রেসক্লাবসহ সরকারি বিভিন্ন অধিদপ্তর, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

লালমনিরহাট:

জাতীয় শোক দিবস উপলক্ষে গণপূর্ত বিভাগ লালমনিরহাট জেলা কার্যালয়ে দোয়া মাহফিল ও শতাধিক অসহায়, দুস্থ মানুষের মাঝে শুকনো খাবার হিসেবে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, লবন বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান সরকার, উপ-বিভাগীয় প্রকৌশলী হাসান মাহমুদসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে লালমনিরহাটে ৭১’এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৫ আগষ্ট) সকালে সদর উপজেলার সিন্ধুরমতি বাজারের জেলা কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আতœার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি রফিকুল ইসলাম মন্ডল বুলু, কুড়িগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আলী, সদর উপজেলা সভাপতি জহর লাল শাস্ত্রী, আবু বক্কর সিদ্দিক, আব্দুল হামিদ মাষ্টার প্রমুখ।

পঞ্চগড় :
জাতীয় শোক দিবস পালিত উপলক্ষে আজ রবিবার সকালে পঞ্চগড় সার্কিট হাউজ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এসময় পঞ্চগড়–১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইঊসুফ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর মেয়র ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুনসহ মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

পটুয়াখালী :

পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলার মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগ, মহিপুর থানা যুবলীগ, কুয়াকাটা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পৃথকভাবে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ দিবসটি পালন করেছে।

নরসিংদী :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কর্মহীন ৫০০ দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ নরসিংদী জেলা যুবলীগের উদ্যোগে সাটিপাড়া কালী কুমার উচ্চ বিদ্যালয় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এর আগে সূর্যোদয়ের সাথে সাথে কালো পতাকা উত্তোলন ও জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয়ে ১৫ আগস্টে শহীদ সকলের আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী সভাপতিত্বে ত্রাত বিতরণে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শামীম, আওয়ামী যুবলীগের সদস্য নাদিম উদ্দিন ও নরসিংদী শহর আওয়ামী যুবলীগের সভাপতি ইঞ্জিনিয়ার ভুইয়া সোহেল, প্রচার সম্পাদক এলটন গোস্বামী।
এছাড়া শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ ও শহর আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।