নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করেছে জনতা ব্যাংক।
রবিবার ফজরের নামাজের পর পবিত্র কোরআন খতমের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি।
সকাল ৮টায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মো. আব্দুছ ছালাম আজাদ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পাশাপাশি টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতেও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় ব্যাংকের পক্ষ থেকে। এছাড়াও জনতা ব্যাংকে স্থাপিত মুজিব কর্নারেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ব্যাংকের সকল শাখা, এরিয়া অফিস ও বিভাগীয় অফিসগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্যাংকের চেয়ারম্যান ড. এসএম মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খন্দকার বজলুল হক।
সভা শেষে ১৫ আগস্ট নিহত সকলের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

























