১২:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

‍‍‍কুবি হবে প্রথম সারির বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেছেন, সবাই এক হয়ে কাজ করলে এ বিশ্ববিদ্যালয়কে দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে পৌঁছে নেয়া দুরুহ কোন কাজ নয়।’ তিনি বলেন, সবাই আমাকে সহযোগীতা করলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অনিবার্য।

ক্যাম্পাসে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে হল কর্তৃপক্ষের আয়োজনে বার্ষিক পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠানে আবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এমরান কবির চৌধুরী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু হানিফ ওয়াহিদ এর উপস্থাপনায় এবং হলের প্রভোস্ট ড. দুলাল চন্দ্র নন্দীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এমরান কবির চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ আবু তাহের, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট ড.বিশ্বজিৎ চন্দ্র দেব, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রভোস্ট এন. এম. রবিউল আউয়াল চৌধুরী, কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শফি উল্যাহ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বিভিন্ন হলের আবাসিক শিক্ষকবৃন্দ, কর্মকর্তা পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম মাজেদসহ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মী ও বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীর উপরে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

ট্যাগ :
জনপ্রিয়

ছলিমপুরে গণসংযোগে আসলাম চৌধূরীর স্ত্রী-কন্যা: নারীর ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের অঙ্গীকার

‍‍‍কুবি হবে প্রথম সারির বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ০৬:১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেছেন, সবাই এক হয়ে কাজ করলে এ বিশ্ববিদ্যালয়কে দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে পৌঁছে নেয়া দুরুহ কোন কাজ নয়।’ তিনি বলেন, সবাই আমাকে সহযোগীতা করলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অনিবার্য।

ক্যাম্পাসে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে হল কর্তৃপক্ষের আয়োজনে বার্ষিক পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠানে আবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এমরান কবির চৌধুরী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু হানিফ ওয়াহিদ এর উপস্থাপনায় এবং হলের প্রভোস্ট ড. দুলাল চন্দ্র নন্দীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এমরান কবির চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ আবু তাহের, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট ড.বিশ্বজিৎ চন্দ্র দেব, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রভোস্ট এন. এম. রবিউল আউয়াল চৌধুরী, কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শফি উল্যাহ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বিভিন্ন হলের আবাসিক শিক্ষকবৃন্দ, কর্মকর্তা পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম মাজেদসহ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মী ও বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীর উপরে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।