০৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

জাল অস্ট্রেলিয়ান ভিসা প্রদানকারী চক্রের ০২ সদস্য গ্রেফতার

  • মাসুদ রানা
  • প্রকাশিত : ০৫:৫৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
  • 112

খিলগাঁও (ডিএমপি) থানার মামলা নং-০২, ০১ জুলাই ২১ খ্রিঃ ধারা- ৪২০/৪০৬/৪৬৭/৪৬৮/৪৭১/ ১০৯/৩৪ পেনাল কোড মামলাটি পুলিশ হেডকোয়াটার্স, ঢাকা এর নির্দেশক্রমে ঢাকা মেট্রো-পূর্ব, বাংলাদেশ পুলিশ, সিআইডি মামলা তদন্তভার গ্রহণ করে। মামলাটি তদন্তকালে জানা যায় যে, অত্র মামলার আসামীগন দীর্ঘ দিন যাবৎ অস্ট্রেলিয়ান Relative Sponsor Migration Subclass (835) Permanent Residence জাল ভিসা প্রস্তুত পূর্বক বাংলাদেশের নিরিহ লোকজনদেরকে অস্ট্রেলিয়াতে পাঠানোর নাম করে প্রতারনার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে আসছে। গত ১১ সেপ্টেম্বর ২১ খ্রিঃ অনুমান ১৪:১৫ ঘটিকার সময়ে রামপুরা থানাধীন বনশ্রী এলাকা এবং শাজাহানপুর থানা এলাকা থেকে এই চক্রের ০২ (দুই) সদস্যকে ঢাকা মেট্রো পূর্বের একটি টিম গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাদের মূল হোতা উম্মে ফাতেমা রোজী অস্ট্রেলিয়ান পাসপোর্ট নম্বর PA 9740312 বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী।

প্রতারক (রোজী) দেশে থাকাকালিন অত্র মামলার বাদী-এম এ বি এম খায়রুল ইসলাম এ্যডভোকেট,(বাংলাদেশ সুপ্রিম কোর্ট) কে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দেয়। উম্মে ফাতেমা রোজী অস্ট্রেলিয়া ইমিগ্রেশনের কনস্যূলার জেনারেল হিসাবে মিথ্যা পরিচয় প্রদান করে। তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী Scott Morrison কর্তৃক Best Property Buyer-2020 এওয়ার্ড প্রাপ্ত হন এবং এওয়ার্ডের ছবি পাঠান। এছাড়া নিজ এ্যাকাউন্টে ৮ হাজার কোটি অস্ট্রেলিয়ান ডলার রয়েছে মর্মে জাল Bank Statement বাদীর ইমেইলে প্রেরণ করেন। তিনি অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন মিনিস্টার Mr.Alex Hawke এর সথে সু-সম্পর্ক বিদ্যমান রয়েছে মর্মে জানান এবং বাদীকে অস্ট্রেলিয়ার Permanent Residence ভিসার ব্যাবস্থা করে দিবেন বলে প্রস্তাব দেয়। বাদী তার প্রস্তাবে রাজি হয়ে নিজে সহ তার পরিবারে আরো ০৮ (আট) সদস্যকে অস্টেলিয়া নিয়ে যাওয়ার জন্য ইচ্ছা পোষন করলে মূল হোতা (রোজী) দু,টি ব্যাংক একাউন্টের মাধ্য ৫৫,৩৭,৬০০/- (পঞ্চান্ন লক্ষ সাইত্রিশ হাজার ছয় শত) টাকা প্রেরণ করতে বললে উক্ত টাকা বাদী দুই একাউন্টে প্রেরন করেন।

প্রতারক চক্রের মূলহোতার অন্যতম সহযোগী গ্রেফতাকৃত মোঃ সাইমুন ইসলাম ও মোঃ আশফাকুজ্জামান খন্দকার বাংলাদেশে অস্ট্রেলিয়ান এ্যাম্বাসির নিযুক্ত VFS Global Bangladesh Pvt.Ltd এর প্রতিনিধি মিথ্যা পরিচয় দিয়ে, তথ্য প্রযুক্তির ব্যবহার কর অস্ট্রেলিয়া এ্যাম্বাসির লোগো সহ ভিসা সংক্রান্ত সকল প্রকার কাগজ পত্রাদি সৃজন পূর্বক এই চক্রের মূল হোতা রোজীর Email-এ প্রেরন করে।

পরবর্তীতে সে সৃজনকৃত অস্ট্রেলিয়ান এ্যাম্বাসির জাল ডকুমেন্ট বাদীর ই-মেইলে এ প্রেরন করে বলেন যে, VFS Global Bangladesh Pvt.Ltd জমা দিতে বলে। অত্র মামলার বাদী VFS Global Bangladesh Pvt.Ltd অফিসে কাগজপত্র জমা দিতে গেলে VFS Global Bangladesh Pvt.Ltd কর্তৃপক্ষ জানান উক্ত সকল কাগজপত্র জাল। গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্য মতে এই চক্রের মূল হোতাসহ অন্যান্যদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান,এডিশনাল ডিআইজি ইমাম হোসাইন বিপিএম(বার)।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

বীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাল অস্ট্রেলিয়ান ভিসা প্রদানকারী চক্রের ০২ সদস্য গ্রেফতার

প্রকাশিত : ০৫:৫৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১

খিলগাঁও (ডিএমপি) থানার মামলা নং-০২, ০১ জুলাই ২১ খ্রিঃ ধারা- ৪২০/৪০৬/৪৬৭/৪৬৮/৪৭১/ ১০৯/৩৪ পেনাল কোড মামলাটি পুলিশ হেডকোয়াটার্স, ঢাকা এর নির্দেশক্রমে ঢাকা মেট্রো-পূর্ব, বাংলাদেশ পুলিশ, সিআইডি মামলা তদন্তভার গ্রহণ করে। মামলাটি তদন্তকালে জানা যায় যে, অত্র মামলার আসামীগন দীর্ঘ দিন যাবৎ অস্ট্রেলিয়ান Relative Sponsor Migration Subclass (835) Permanent Residence জাল ভিসা প্রস্তুত পূর্বক বাংলাদেশের নিরিহ লোকজনদেরকে অস্ট্রেলিয়াতে পাঠানোর নাম করে প্রতারনার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে আসছে। গত ১১ সেপ্টেম্বর ২১ খ্রিঃ অনুমান ১৪:১৫ ঘটিকার সময়ে রামপুরা থানাধীন বনশ্রী এলাকা এবং শাজাহানপুর থানা এলাকা থেকে এই চক্রের ০২ (দুই) সদস্যকে ঢাকা মেট্রো পূর্বের একটি টিম গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাদের মূল হোতা উম্মে ফাতেমা রোজী অস্ট্রেলিয়ান পাসপোর্ট নম্বর PA 9740312 বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী।

প্রতারক (রোজী) দেশে থাকাকালিন অত্র মামলার বাদী-এম এ বি এম খায়রুল ইসলাম এ্যডভোকেট,(বাংলাদেশ সুপ্রিম কোর্ট) কে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দেয়। উম্মে ফাতেমা রোজী অস্ট্রেলিয়া ইমিগ্রেশনের কনস্যূলার জেনারেল হিসাবে মিথ্যা পরিচয় প্রদান করে। তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী Scott Morrison কর্তৃক Best Property Buyer-2020 এওয়ার্ড প্রাপ্ত হন এবং এওয়ার্ডের ছবি পাঠান। এছাড়া নিজ এ্যাকাউন্টে ৮ হাজার কোটি অস্ট্রেলিয়ান ডলার রয়েছে মর্মে জাল Bank Statement বাদীর ইমেইলে প্রেরণ করেন। তিনি অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন মিনিস্টার Mr.Alex Hawke এর সথে সু-সম্পর্ক বিদ্যমান রয়েছে মর্মে জানান এবং বাদীকে অস্ট্রেলিয়ার Permanent Residence ভিসার ব্যাবস্থা করে দিবেন বলে প্রস্তাব দেয়। বাদী তার প্রস্তাবে রাজি হয়ে নিজে সহ তার পরিবারে আরো ০৮ (আট) সদস্যকে অস্টেলিয়া নিয়ে যাওয়ার জন্য ইচ্ছা পোষন করলে মূল হোতা (রোজী) দু,টি ব্যাংক একাউন্টের মাধ্য ৫৫,৩৭,৬০০/- (পঞ্চান্ন লক্ষ সাইত্রিশ হাজার ছয় শত) টাকা প্রেরণ করতে বললে উক্ত টাকা বাদী দুই একাউন্টে প্রেরন করেন।

প্রতারক চক্রের মূলহোতার অন্যতম সহযোগী গ্রেফতাকৃত মোঃ সাইমুন ইসলাম ও মোঃ আশফাকুজ্জামান খন্দকার বাংলাদেশে অস্ট্রেলিয়ান এ্যাম্বাসির নিযুক্ত VFS Global Bangladesh Pvt.Ltd এর প্রতিনিধি মিথ্যা পরিচয় দিয়ে, তথ্য প্রযুক্তির ব্যবহার কর অস্ট্রেলিয়া এ্যাম্বাসির লোগো সহ ভিসা সংক্রান্ত সকল প্রকার কাগজ পত্রাদি সৃজন পূর্বক এই চক্রের মূল হোতা রোজীর Email-এ প্রেরন করে।

পরবর্তীতে সে সৃজনকৃত অস্ট্রেলিয়ান এ্যাম্বাসির জাল ডকুমেন্ট বাদীর ই-মেইলে এ প্রেরন করে বলেন যে, VFS Global Bangladesh Pvt.Ltd জমা দিতে বলে। অত্র মামলার বাদী VFS Global Bangladesh Pvt.Ltd অফিসে কাগজপত্র জমা দিতে গেলে VFS Global Bangladesh Pvt.Ltd কর্তৃপক্ষ জানান উক্ত সকল কাগজপত্র জাল। গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্য মতে এই চক্রের মূল হোতাসহ অন্যান্যদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান,এডিশনাল ডিআইজি ইমাম হোসাইন বিপিএম(বার)।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার