করোনা মহামারিতে দীর্ঘ দেড়বছর পরে তাদের শিখনকেন্দ্রে আবারও জ¦লবে শিক্ষার আলো, মুখরিত হবে পুরো শিক্ষাচত্বর। এ খুশির সংবাদকে সাদরে গ্রহণ করে আনন্দঘন পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে কেক কেটে ক্লাসে ফিরল নীলফামারীর সৈয়দপুরে ঢাকা আহ্ছানিয়া মিশন‘র কাপ-আপ প্রকল্পের ক্ষুদে শিক্ষার্থীরা।
রবিবার সকাল ১০টায় পৌরশহরের বাঁশবাড়ি ফুলবাগান মহল্লায় “কিং আব্দুল্লাহ হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন” এর কাপ-আপ প্রকল্পের “ধ্রবতারা ডাম ইউসিএলসি”তে প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে কেক কেটে ক্লাস শুরুর শুভ উদ্বোধন করেন ওই শিক্ষাকেন্দ্রের সিএমসি সভাপতি ডা. রায়হান তারেক। ক্লাস শুরুর সময় প্রতিটি শ্রেণিকক্ষে সামাজিক দূরত্ব, মাস্ক পরা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হয়েছে। এসময় অন্যান্যের মধ্যে সিএসসি সদস্য এস.এম নেশাত আহমেদ, জোবেদা খানম চিনি, সুপারভাইজার বিষু মোল্যা, সহকারি শিক্ষক কল্পনা খাতুন, তিথি আক্তার ও নারজু খাতুন সুমা প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া শহরের উত্তরা আবাসনে “মুক্তধারা ডাম ইউসিএলসি”তে ক্লাস শুরুর আগে সুপারভাইজার নূরুন্নবী সুজন, কালচারাল ইন্সট্রাক্টর অধীর চন্দ্র রায় ও সহকারি শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা হয় ও তাদের মাঝে চকলেট বিতরণ করা হয়।
“ধ্রæবতারা ডাম ইউসিএলসি” এর ৮ম শ্রেণির শিক্ষার্থী শাবনাজ আক্তার জানায়, ‘অনেক দিন পর আমাদের স্কুল খুলছে। আবার আমরা সবাই একসাথে পড়তে পারব- এটি ভাবতেই খুব খুশি লাগছে। অনেকদিন পর আমাদের স্কুলে সবাইকে একসাথে পেয়ে ঈদ ঈদ মনে হচ্ছে।’
এ বিষয়ে ঢাকা আহ্ছানিয়া মিশনের সৈয়দপুর ফিল্ড অফিসের ফিল্ড ম্যানেজার মোঃ আব্দুল করিম বলেন, ‘ করোনা মহামারির কারণে প্রায় দীর্ঘ দেড়বছর পর ক্লাস শুরুর প্রথম দিনে সরকারি বিধি মেনে শিক্ষার্থীদের ক্লাসে বসানোর ব্যবস্থা করা হয়েছে। এক্ষেত্রে প্রতিটি শিখনকেন্দ্রের প্রবেশ গেইটে সকল শিক্ষার্থীর মাস্ক পরা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করা হয়েছে। এছাড়া প্রকল্পের প্রতিটি শিখন কেন্দ্রের শ্রেণিকক্ষে শিক্ষার্র্থীদের বসার ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা হয়েছে।’
























