০৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

সংগীত চর্চার পাশাপাশি আইন পেশায়ও প্রশংসা কুঁড়াচ্ছেন মেজবা শরীফ

  • মাসুদ রানা
  • প্রকাশিত : ০১:২৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
  • 24

মেজবা শরীফ একজন সফল আইনজীবী ও কন্ঠশিল্পী।তিনি মনে করেন’মানসিক প্রস্তুতিই হচ্ছে আইন পেশার প্রধান হাতিয়ার। মেধা পরিশ্রম ও ধৈর্যই যেকারও এনে দিতে পারে এই পেশার উজ্জ্বল ভবিষ্যৎ।আর শরীরবিহীন যেমন মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না, তেমনি মানসিক প্রশান্তির জন্য প্রয়োজন সংগীত চর্চা ও চিত্তবিনোদন মানসিক প্রশান্তির জন্য গান হতে পারে চমৎকার ঔষধ ।

তেমনি অনেক গুনে গুণান্বিত একজন মানুষ হিসেবে সমান্তরালে আইন পেশার পাশাপাশি সংগীত চর্চায় ও ব্যস্ত সময় পার করছেন বর্তমান সময়ে পরিচিত মুখ বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এবং কণ্ঠশিল্পী মেজবা শরীফ। একদিকে বাদী পক্ষের আইনজীবী হিসেবে লড়ছেন বর্তমান সময়ে ঘটে যাওয়া আলোচিত চাঞ্চল্যকর ৪ খুনের মামলা, এসিড দগ্ধ তানিয়ার মামলা,এমআইবির সহ বেশ কিছু মামলা’সর্বশেষ আলোচিত মামলার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ সুরকার হিসেবে এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্লাবন কোরেশির মামলা।

অন্যদিকে সঙ্গীতেও স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান গুলো থেকে প্রকাশ হচ্ছে তার একের পর এক গান। সাম্প্রতিক সময়ে জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতার ইউটিউব চ্যানেল থেকে সুন্দর মিউজিক ভিডিও সহ প্রকাশ হয়েছে মেজবা শরীফের নতুন গান “বোঝেনা সে বোঝেনা”। গানটি লিখেছেন সালাহউদ্দীন সাগর এবং সুর- সঙ্গীত করেছেন আহমেদ সজীব। মডেল হয়েছেন সুজন হাবিব ও তামান্না সরকার। গানটি বেশ সাড়া ফেলেছে। এর পূর্বে স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠানগুলো থেকে প্রকাশিত মেজবার কিছু উল্লেখযোগ্য গান হলো : মেধাবী জনপ্রিয় গীতিকার অনুরূপ আইচের লিখা ও সুরে “ফটো” এবং “ঝরছে বৃষ্টি”, এই গানটিতে মেজবার সহশিল্পী হিসেবে ছিলেন কণ্ঠশিল্পী আর্শি, সালাহউদ্দিন সাগরের লিখা ও এফ এ প্রীতম এর সুরে হিন্দি গান “প্রিয়া”, এই হিন্দি গানটিতে মেজবার সহশিল্পী হিসেবে ছিলেন ভারতের কণ্ঠশিল্পী আশা সিজু। এছাড়াও এস কে সাগর সানের লিখা ও সুরে “ভালোবাসি”, বাধন রাজের লিখা ও সুরে “কত সুখে আছি আমি”।

এর বাহিরেও মেজবার নিজের লিখা ও সুরে ” একটু শোন” ” চুপটি করে, “লাভার বয়” এবং “ইশারা”, এই ইশারা গানটিতে মেজবার সহশিল্পী হিসেবে ছিলেন কণ্ঠশিল্পী বৃষ্টি।মেজবা শরীফ বলেন ‘গান এবং আইন পেশা দুটোই আমার জীবন। এই দুটোর মাধ্যমেই মৃত্যুর পরও মানুষের অন্তরে থাকতে চাই। সকলে দোওয়া করবেন’। মেজবা শরীফ বড় হয়েছেন ঢাকাতে। তার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার পদমর্যাদার সাবেক গোয়েন্দা কর্মকর্তা যিনি চাকুরিতে যোগদানের পূর্বে অভিনয় করতেন, নাটক এবং উপন্যাসও লিখতেন।মেজবা শরীফ মুক্তিযোদ্ধা বাবার আর্দশ’কে ধারন করে দেশের মানুষের ভালোবাসা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চান।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আসলামের মামলা প্রত্যাহারের দাবি

সংগীত চর্চার পাশাপাশি আইন পেশায়ও প্রশংসা কুঁড়াচ্ছেন মেজবা শরীফ

প্রকাশিত : ০১:২৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১

মেজবা শরীফ একজন সফল আইনজীবী ও কন্ঠশিল্পী।তিনি মনে করেন’মানসিক প্রস্তুতিই হচ্ছে আইন পেশার প্রধান হাতিয়ার। মেধা পরিশ্রম ও ধৈর্যই যেকারও এনে দিতে পারে এই পেশার উজ্জ্বল ভবিষ্যৎ।আর শরীরবিহীন যেমন মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না, তেমনি মানসিক প্রশান্তির জন্য প্রয়োজন সংগীত চর্চা ও চিত্তবিনোদন মানসিক প্রশান্তির জন্য গান হতে পারে চমৎকার ঔষধ ।

তেমনি অনেক গুনে গুণান্বিত একজন মানুষ হিসেবে সমান্তরালে আইন পেশার পাশাপাশি সংগীত চর্চায় ও ব্যস্ত সময় পার করছেন বর্তমান সময়ে পরিচিত মুখ বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এবং কণ্ঠশিল্পী মেজবা শরীফ। একদিকে বাদী পক্ষের আইনজীবী হিসেবে লড়ছেন বর্তমান সময়ে ঘটে যাওয়া আলোচিত চাঞ্চল্যকর ৪ খুনের মামলা, এসিড দগ্ধ তানিয়ার মামলা,এমআইবির সহ বেশ কিছু মামলা’সর্বশেষ আলোচিত মামলার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ সুরকার হিসেবে এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্লাবন কোরেশির মামলা।

অন্যদিকে সঙ্গীতেও স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান গুলো থেকে প্রকাশ হচ্ছে তার একের পর এক গান। সাম্প্রতিক সময়ে জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতার ইউটিউব চ্যানেল থেকে সুন্দর মিউজিক ভিডিও সহ প্রকাশ হয়েছে মেজবা শরীফের নতুন গান “বোঝেনা সে বোঝেনা”। গানটি লিখেছেন সালাহউদ্দীন সাগর এবং সুর- সঙ্গীত করেছেন আহমেদ সজীব। মডেল হয়েছেন সুজন হাবিব ও তামান্না সরকার। গানটি বেশ সাড়া ফেলেছে। এর পূর্বে স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠানগুলো থেকে প্রকাশিত মেজবার কিছু উল্লেখযোগ্য গান হলো : মেধাবী জনপ্রিয় গীতিকার অনুরূপ আইচের লিখা ও সুরে “ফটো” এবং “ঝরছে বৃষ্টি”, এই গানটিতে মেজবার সহশিল্পী হিসেবে ছিলেন কণ্ঠশিল্পী আর্শি, সালাহউদ্দিন সাগরের লিখা ও এফ এ প্রীতম এর সুরে হিন্দি গান “প্রিয়া”, এই হিন্দি গানটিতে মেজবার সহশিল্পী হিসেবে ছিলেন ভারতের কণ্ঠশিল্পী আশা সিজু। এছাড়াও এস কে সাগর সানের লিখা ও সুরে “ভালোবাসি”, বাধন রাজের লিখা ও সুরে “কত সুখে আছি আমি”।

এর বাহিরেও মেজবার নিজের লিখা ও সুরে ” একটু শোন” ” চুপটি করে, “লাভার বয়” এবং “ইশারা”, এই ইশারা গানটিতে মেজবার সহশিল্পী হিসেবে ছিলেন কণ্ঠশিল্পী বৃষ্টি।মেজবা শরীফ বলেন ‘গান এবং আইন পেশা দুটোই আমার জীবন। এই দুটোর মাধ্যমেই মৃত্যুর পরও মানুষের অন্তরে থাকতে চাই। সকলে দোওয়া করবেন’। মেজবা শরীফ বড় হয়েছেন ঢাকাতে। তার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার পদমর্যাদার সাবেক গোয়েন্দা কর্মকর্তা যিনি চাকুরিতে যোগদানের পূর্বে অভিনয় করতেন, নাটক এবং উপন্যাসও লিখতেন।মেজবা শরীফ মুক্তিযোদ্ধা বাবার আর্দশ’কে ধারন করে দেশের মানুষের ভালোবাসা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চান।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার