শক্তিমান অভিনেতা সাদেক বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের এই দিনে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কয়েক দশকের ক্যারিয়ারে অভিনয়ের সুবাদে সাদেক বাচ্চু চলচ্চিত্র অভিনেতা হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন। ইতিবাচক চরিত্রের চেয়ে নেতিবাচক চরিত্র দিয়েই তিনি দর্শকদের মনে জায়গা করে নেন। ক্যারিয়ারে শুরুর দিকে টেলিভিশন ও মঞ্চে অভিনয় করেও সুনাম কুড়িয়েছিলেন সাদেক বাচ্চু।
চলচ্চিত্রে সাদেক বাচ্চু হিসেবে পরিচিত মাহবুব আহমেদ ১৯৫৫ সালের ১ জানুয়ারি চাঁদপুরের হাজীগঞ্জে জন্মগ্রহণ করেন। জীবনে শেষ বছরগুলোয় অভিনয়ে অনিয়মিত ছিলেন সাদেক বাচ্চু। তাকে নতুন নাটক বা চলচ্চিত্রে কম দেখা যেত।
বিজনেস বাংলাদেশ/বিএইচ