রাজধানীর আমিন বাজার সংলগ্ন গাবতলী ল্যান্ড স্ট্যাশন তুরাগ নদীতে ট্রলারডুবি ঘটনায় এখন পযর্ন্ত শিশু বাচ্ছাসহ তিন জনের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স। ধারনা করা হয়েছে ঐ ইঞ্জিন চালিত নৌকায় ১৮ জনের মতো যাত্রী ছিলো । ঘটনাস্হলের দায়িত্বরত ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের এসিস্ট্যান্ট ডিরেক্টর ঢাকা মোঃ হালিম সাংবাদিকদের জানান, ভোর ৬ টা বাজে উল্টো দিক থেকে আসা একটি ট্রলারে ধাক্কায় ইঞ্জিন চালিত নৌকাটি উল্টে গিয়ে প্রবল স্রোতের মুখে ইঞ্জিন চালিত নৌকাটি ডুবে যায় । উক্ত নৌকায় একই পরিবারের পাঁচজন সহ মোট ১৮ জন যাত্রী ছিলো বলে জানান এই কর্মকর্তা। সকল আইন শৃঙ্খলা বাহিনী সহ ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম এখনও অব্যাহত আছে ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















