রাজধানীর গাবতলীতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বাদশা মিয়া (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এসময় হানিফ (৪২) নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়েছে। হতাহতরা ট্রাক ডাকাত চক্রের সদস্য।
বন্দুকযুদ্ধে নিহত বাদশাহ মিয়ার গ্রামের বাড়ি বরিশাল। গুলিবিদ্ধ হানিফের গ্রামের বাড়ি শরীয়তপুরে।
দারুস সালাম থানার উপপরিদর্শক (এইআই) নজরুল ইসলাম জানান, র্যাব ১০’এর একটি দলের সঙ্গে মঙ্গলবার ভোর ৪টার দিকে গাবতলীর মধুমতি হোটেলের কাছে ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে একটি মিনি ট্রাক, রিভলবার, সিটের নিচ থেকে চাপাতি, রামদা ও রশি উদ্ধার করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, র্যাব-১০’এর সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় বাদশা ও হানিফ নামে দুইজনকে ঢামেকে নিয়ে আসে। ভোর সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক বাদশাকে মৃত ঘোষণা করেন। অপর গুলিবিদ্ধ হানিফকে চিকিৎসা দেয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য বাদশার মরদেহ মর্গে রাখা হয়েছে।
র্যাব জানায়, বাদশা ও তার সহযোগীরা মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
এ ঘটনায় দুই র্যাব সদস্য আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলেও জানায় র্যাব।


























