০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে ভারত: মুক্তিযোদ্ধা মন্ত্রী

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, মহান স্বাধীনতার যুদ্ধে আমাদেরকে সাহায্য, সহযোগীতা করেছিলো ভারত। কিন্তু সেই ভারত এখন উন্নয়নের দিক দিয়ে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে। আমরা দেশের মানুষের শতভাগ নাগরিক সুবিধা বাস্তবায়ন করেছি, ভারত এখনো ৬০ শতাংশও পারেনি। এই অর্জন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই সম্ভব হয়েছে। কারণ, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের কাছে আমানত থাকা জনগণের অর্থ-সম্পদের খেয়ানত করেননা।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে পঞ্চগড় পৌর শহরের পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

জেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম।

মন্ত্রী বক্তব্যে বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরের মধ্যে ২৯ বছর দেশ চালিয়েছেন জিয়াউর রহমান, এরশাদ এবং খালেদা জিয়া। তারা দেশের কোন উন্নয়ন করেনি। তারা শুধু লুটপাট করেছে। আর বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনার দেশ চালানোর ২১ বছরে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হয়েছে।

তিনি আরো বলেন, ‘দেশ পূর্ণ স্বাধীনের পর পাকিস্তানি হানাদার বাহিনীদের আমরা বিতারিত করেছিলাম। কিন্তু তাদের দোসর আল বদর, আল শামস, রাজাকাররা এখনো দেশেই রয়েছে। তারাই আজকে কারণে, অকারণে ধর্মীয় উম্মাদনা সৃষ্টি করে। তাদের সাগরেদ পাকিস্তান আজকে ব্যর্থ রাষ্ট্র, অকার্যকর রাষ্ট্র। পাকিস্তানের দোসররা বাংলাদেশকেও ব্যর্থ রাষ্ট্র ও অকার্যকর রাষ্ট্র করতে চায়। বাংলাদেশ আজকে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। এটা তাদের সহ্য হয়না।

এসময় উপস্থিত ছিলেন- পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, সাবেক জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন, পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন, বীর মুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম প্রমূখ।

এর আগে, সকাল ১১টার দিকে পঞ্চগড় শহরের জালাসী এলাকায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে ভারত: মুক্তিযোদ্ধা মন্ত্রী

প্রকাশিত : ০৮:৫৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, মহান স্বাধীনতার যুদ্ধে আমাদেরকে সাহায্য, সহযোগীতা করেছিলো ভারত। কিন্তু সেই ভারত এখন উন্নয়নের দিক দিয়ে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে। আমরা দেশের মানুষের শতভাগ নাগরিক সুবিধা বাস্তবায়ন করেছি, ভারত এখনো ৬০ শতাংশও পারেনি। এই অর্জন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই সম্ভব হয়েছে। কারণ, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের কাছে আমানত থাকা জনগণের অর্থ-সম্পদের খেয়ানত করেননা।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে পঞ্চগড় পৌর শহরের পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

জেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম।

মন্ত্রী বক্তব্যে বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরের মধ্যে ২৯ বছর দেশ চালিয়েছেন জিয়াউর রহমান, এরশাদ এবং খালেদা জিয়া। তারা দেশের কোন উন্নয়ন করেনি। তারা শুধু লুটপাট করেছে। আর বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনার দেশ চালানোর ২১ বছরে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হয়েছে।

তিনি আরো বলেন, ‘দেশ পূর্ণ স্বাধীনের পর পাকিস্তানি হানাদার বাহিনীদের আমরা বিতারিত করেছিলাম। কিন্তু তাদের দোসর আল বদর, আল শামস, রাজাকাররা এখনো দেশেই রয়েছে। তারাই আজকে কারণে, অকারণে ধর্মীয় উম্মাদনা সৃষ্টি করে। তাদের সাগরেদ পাকিস্তান আজকে ব্যর্থ রাষ্ট্র, অকার্যকর রাষ্ট্র। পাকিস্তানের দোসররা বাংলাদেশকেও ব্যর্থ রাষ্ট্র ও অকার্যকর রাষ্ট্র করতে চায়। বাংলাদেশ আজকে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। এটা তাদের সহ্য হয়না।

এসময় উপস্থিত ছিলেন- পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, সাবেক জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন, পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন, বীর মুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম প্রমূখ।

এর আগে, সকাল ১১টার দিকে পঞ্চগড় শহরের জালাসী এলাকায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক।

বিজনেস বাংলাদেশ/ এ আর