বহুমুখী প্রতিভার অধিকারী অরণ্য পাশা। তিনি একাধারে লেখক,মডেল ও গীতিকার। সম্প্রতি তার লেখা ইংরেজী প্রথম বই ‘মি: আংরী ওয়াটারমিলান ’ প্রকাশিত হয়েছে । শিশুদের এ গল্পের বই প্রকাশ করেছে বিখ্যাত ই কর্মাস সাইট অ্যামাজন ডট কম।
এ বিষয়ে তিনি বলেন, ‘অ্যামাজান অনেক বড় প্লাটফর্ম। ছোটদের জন্য লেখা এ বইটি সরাসরি অ্যামাজান প্রকাশ করেছে। বাংলাদেশের বেশ কয়েকজন লেখকের আমাজান বই প্রকাশ করেছে। তবে বাংলাদেশ থেকে শিশুদের নিয়ে লেখা আমার বইটাই প্রথম অ্যামাজান প্রকাশ করলো। এ জন্য খুব আনন্দিত।’
সাংবাদিকতা দিয়ে পেশা জীবন শুরু করলেও পাশাপাশি লেখক, গীতিকার ও মডেল হিসেবে পেয়েছেন আলাদা পরিচিতি। তিনি বেসরকারী টেলিভিশনে আরটিভিতে জনসংযোগ কর্মকর্তা হিসবে চাকুরী করেছেন ৪ বছর।
অরণ্য পাশা’র লেখা ও মডেলিং করা সাতপাকের জীবন, রোদেলা আকাশ, আরতি দেবী, এই বুকেতে কেউ থাকে না প্রভৃতি গানগুলো জনপ্রিয়তা পেয়েছে। তাঁর লেখা বইয়ের সংখ্যা ৪ টি। ২ টি উপন্যাস, ১ টি ছোট গল্প ও ১ টি জীবনী।
বাংলাদেশ টেলিভিশন চ্যানেলের জন্য নির্মাণ করছেন নাটক। সম্প্রতি তার রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক কাইজ্যা। খুব শিগগির ই এটি চ্যানেলে প্রচার শুরু হবে বলে জানান তিনি।
টেলিভিশনে প্রচারিত তার আলোচিত ধারাবাহিক নাটক বিদেশী পাড়া ও একক নাটক ব্যাচেলর ফ্যামেলী। সম্প্রতি তাঁর রচনা ও চিত্রনাট্যে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘ডোম’। এটি পরিচালনা করেছেন রাশেদ রাহা।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

























