১৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে ২৯ রান তুলতেই দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও সাকিব আল হাসানকে হারিয়েছে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের করা ১৪২ রানের জবাবে খেলতে নেমে শুরুতেই চমক দেয় বাংলাদেশ। প্রায় ১৫ বছরেরও বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো ওপেনিংয়ে নামানো হয় টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে। ক্যারিয়ারে এর আগে কখনো ইনিংসের সূচনা করতে দেখা যায়নি তাকে। কিন্তু তিন থেকে ওপেনিংয়ে নেমেও ভালো করতে পারলেন না বিশ্বসেরা অলরাউন্ডার। ক্যারিবীয় পেসার আন্দ্রে রাসেলের স্লোয়ারের বিভ্রান্ত হয়ে মিড অফে থাকা জেসন হোল্ডারের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে সাকিব ১২ বলে করেন ৯ রান।
সাকিবের বিদায়ের পরের ওভারেই নাঈমের উইকেট হারায় বাংলাদেশ। জেসন হোল্ডারের বল পয়েন্টে পাঠাতে চেয়েছিলেন বাঁহাতি ওপেনার। কিন্তু বল তার ব্যাটের কানায় লেগে স্ট্যাম্প ভেঙে দেয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৯ রান।
শুক্রবার শারজায় টস জিতে ক্যারিবীয়দের শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। ‘ডু অর ডাই’ ম্যাচে দুই দলই একাদশে দুটি করে পরিবর্তন এনেছে। বাংলাদেশের একাদশে ইনজুরিতে ছিটকে যাওয়া নুরুল হাসান সোহানের জায়গায় এসেছেন সৌম্য সরকার।
অন্যদিকে নাসুম আহমেদের বদলে একাদশে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ। নুরুলের অনুপস্থিতিতে কিপিংয়ে ফিরেছেন লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজ দল থেকে সিমন্স বাদ পড়েছেন। তার জায়গায় এসেছেন অভিষিক্ত রোস্টন চেজ। আবার হেইডেন ওয়ালশের জায়গায় এসেছেন জেসন হোল্ডার।


























