গীতিআলেখ্য: অন্যরকম রবীন্দ্রনাথ
সংলাপ রচনা ও পরিচালনায়-পূর্ণ পাত্র
গীতি আলেখ্যটির বিন্যাসটিই অন্যরকম। নাটকীয় সংলাপ যোগ করার মধ্য দিয়ে গতানুগতিক ধারাবর্ণনার সাধারণত্য ঘুচিয়ে দেওয়া হয়েছে এ গীতি আলেখ্যটিতে। আরও একটি রবীন্দ্রসঙ্গীত আশা করেছিলাম। সেটি হচ্ছে, “দুজনে দেখা হলো, মধুযামিনীতে।”
গায়ক-গায়িকাদের পরিবেশনে পেয়েছি মুনশিয়ানার ছাপ। খুবই সাবলীল কণ্ঠে গান গেয়েছেন তাঁরা। উদ্বাধনী গানটি যুগলকণ্ঠে, সহজেই আকর্ষণ কেড়েছে। আমি, কিংবদন্তি ফাতেমা তুজ জোহরার কণ্ঠে নজরুল সঙ্গীত শুনেছি রাবি চত্বরে, ১৯৭৪-৭৫ এ। ১৯৭৫ এর এপ্রিলে, রাবি শহিদমিনারে আয়োজিত বড় অনুষ্ঠানে, ফিরোজা বেগমের উপস্থিতিতেও সেদিনের টিন-এজার ফাতেমা আমাদের মন কেড়েছিলেন। “এই তো তোমার গান, ওগো হৃদয় হরণ।”

পাঠ ও কবিতা বলায় “নাটকিয়তা ” – নবমাত্রা টেনেছে।
অনুষ্ঠানে মতামতদানকারীর মধ্যে প্রথমজন তাঁর বলিষ্ঠ ব্যক্তিত্ব ও সাবলীল, সুন্দর ঋদ্ধি দিয়ে অনুষ্ঠানটির গাম্ভীর্যকে নতুন উচ্চতায় উন্নীত করেন। তিনি কবি রামচন্দ্র দাস, গায়ক ও সচিব। তাঁর পরিশীলিত অভিব্যক্তি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।
দ্বিতীয়জন ঝর্ণা রহমান। অধ্যাপক, কথাসাহিত্যিক, কবি ও পত্রিকাসম্পাদক। ঢাকা নগরীর নাম-যশ সমৃদ্ধ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝর্ণা রহমান তাঁর ঝরনা ঝংকৃত তরলিত চন্দ্রিকা সুবচন দিয়ে মুগ্ধ করেছেন উপস্থিত সুধীজনকে। তিনি বলেছেন যে, অনুষ্ঠানটি সর্বোতভাবেই কম্প্যাক্ট হয়েছে।
উপস্থাপনার যাদুকরী উচ্চারণ, উইট ও হিউমার, এবং মাঝেমধ্যে তরল স্যাটায়ার উপহার দিয়ে মাতিয়ে ফেলেছেন সমীর ভাই। ছদ্মনামে তিনিই পূর্ণ পাত্র। তাঁর কথামালার তটিনীতরঙ্গে তিনি বঙ্গের এ অংশে, এমনকি বিলেতেও খ্যাতির শীর্ষে। আসনটি অটুট থাকলো তাঁর জন্যে। তাঁর কাছে এ আমার ছোট আবেদন, ‘অন্যরকম নজরুল’ করে ফেলুন ‘বিদ্রোহী’ কবিতা রচনার শতবর্ষ পালন উপলক্ষে। বইটি সংরক্ষণে রাখার মতো অ ন নো র ক।

শুদ্ধমঞ্চ ব্যতিক্রমী। ব্যতিক্রমের পথ ধরে দশের মধ্যে এক না-হয়ে একাদশ এই ‘শুদ্ধমঞ্চ’। সাহিত্যরস এর প্রধান রস, তার ‘সকল রসের ধারা’ সাহিত্যেই দিশেহারা।
বাংলাদেশকে নান্দনিকতার নব দিগন্তে উন্নীত করবে কিংবদন্তি সঙ্গীতশিল্পী ফাতেমা তুজ জোহরা ও তাঁর প্রতিভাবান, প্রতিভাবতী সঙ্গীগণ হল- দেওয়ান সাঈদুল হাসান সানজিদা প্রীতি, মকবুল হোসেন, আজিজুর রহমান তুহিন, তানজিনা তমা, রিদওয়ানা আফরীন সুমি ও নির্ঝর। তাঁর সঙ্গে ছিলেন সুপ্রিয় সমীর খান। ২২ অক্টোবর সন্ধায় শুদ্ধমঞ্চের এই আয়োজনের কথা অনেকদিন মনে থাকবে উপস্থিত সকলের।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

























