০৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

পরীকে ছাড়াই চলছে ‘মা’-এর শুটিং!

পরীমণি

সমপ্রতি অরণ্য আয়োনার পরিচালিত ‘মা’ ছবির শুটিং শুরু হয়েছে গাজীপুরের কাপাশিয়াত। ছবিটিতে মূখ্য চরিত্রে অভিনয় করবেন লাস্যময়ী সুন্দরী পরীমণি।

গেল ২৯ অক্টোবর থেকে শুরু হয়েছ পরীমণি’র নতুন চলচ্চিত্র ‘মা’র শুটিং। ৫ নভেম্বর পর্যন্ত প্রথম লটের শুটিং চলবে। কিন্তু তাকে ছাড়াই প্রথম লটের শুটিং হচ্ছে বলে জানালেন পরিচালক। প্রথম লটের এ শুটিংয়ে পরীমণি না থাকলেও অংশ নিয়েছেন একঝাঁক তারকা।

জানা গেছে, পরীমণির এখন টাইট শিডিউল। বেশ কয়েকটি ছবির শুটিং করছেন তিনি। আগামী জানুয়ারিতে ‘মা’ ছবির দ্বিতীয় লটে যোগ দেবেন তিনি। ‘

‘মা’ ছবিটি একটি মর্মান্তিক সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েছে। ১৯৭১ সালে মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্পই উঠে আসবে এতে। আর সেই মায়ের চরিত্রে অভিনয় করছেন পরীমণি।

ছবিটিতে পরীমণি ছাড়া অভিনয় করছেন তাদের মধ্যে, আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু , লাবন্য, শাহাদাত হোসেনসহ অনেকেই।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে বিদেশি নাগরিকের উপর ছিনতাইকারীর বর্বর হামলা ,দুই ছিনতাইকারী আটক

পরীকে ছাড়াই চলছে ‘মা’-এর শুটিং!

প্রকাশিত : ০১:১৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১

সমপ্রতি অরণ্য আয়োনার পরিচালিত ‘মা’ ছবির শুটিং শুরু হয়েছে গাজীপুরের কাপাশিয়াত। ছবিটিতে মূখ্য চরিত্রে অভিনয় করবেন লাস্যময়ী সুন্দরী পরীমণি।

গেল ২৯ অক্টোবর থেকে শুরু হয়েছ পরীমণি’র নতুন চলচ্চিত্র ‘মা’র শুটিং। ৫ নভেম্বর পর্যন্ত প্রথম লটের শুটিং চলবে। কিন্তু তাকে ছাড়াই প্রথম লটের শুটিং হচ্ছে বলে জানালেন পরিচালক। প্রথম লটের এ শুটিংয়ে পরীমণি না থাকলেও অংশ নিয়েছেন একঝাঁক তারকা।

জানা গেছে, পরীমণির এখন টাইট শিডিউল। বেশ কয়েকটি ছবির শুটিং করছেন তিনি। আগামী জানুয়ারিতে ‘মা’ ছবির দ্বিতীয় লটে যোগ দেবেন তিনি। ‘

‘মা’ ছবিটি একটি মর্মান্তিক সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েছে। ১৯৭১ সালে মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্পই উঠে আসবে এতে। আর সেই মায়ের চরিত্রে অভিনয় করছেন পরীমণি।

ছবিটিতে পরীমণি ছাড়া অভিনয় করছেন তাদের মধ্যে, আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু , লাবন্য, শাহাদাত হোসেনসহ অনেকেই।

বিজনেস বাংলাদেশ/বিএইচ