কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ১২১জন প্রার্থী। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ১৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
দৌলতপুর নির্বাচন অফিসার মো. গোলাম আজম জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে গতকাল দৌলতপুর উপজেলার ১৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে প্রাগপুর ইউনিয়নে ১০জন, রামকৃষ্ণপুর ইউনিয়নে ৪জন, মথুরাপুর ইউনিয়নে ১০জন, ফিলিপনগর ইউনিয়নে ১১জন, আদাবাড়িয়া ইউনিয়নে ৭জন, বোয়ালিয়া ইউনিয়নে ১২জন, আড়িয়া ইউনিয়নে ৭জন, খলিশাকুন্ডি ইউনিয়নে ৯জন, রিফাইতপুর ইউনিয়নে ৮জন, পিয়ারপুর ইউনিয়নে ৭জন, চিলমারী ইউনিয়নে ৪জন, মরিচা ইউনিয়নে ১০জন, দৌলতপুর ইউনিয়নে ১৪জন ও হোগলবাড়িয়া ইউনিয়নে ৮জন প্রার্থী রয়েছেন।
এইসকল প্রার্থীর মধ্যে রয়েছেন ১৪ ইউনিয়নে ১৪জন আওয়ামী লীগ দলীয় প্রার্থী, ১২জন জাসদ প্রার্থী, জাতীয় পার্টি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থী। ৪ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ১১ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহার ও ২৮ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার