বাংলাভিশনের সকালবেলার নিয়মিত আয়োজন ‘দিন প্রতিদিন’ এ বাংলা সাহিত্যের জনপ্রিয়তম লেখক, নাট্যকার, গীতিকার, চলচ্চিত্রনির্মাতা হুমায়ূন আহমেদের জন্মদিনের বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেতা ফারুক আহমেদ। হুমায়ুন আহমেদের সাথে তার পরিচয়, কাজের অভিজ্ঞতা নিয়ে স্মৃতিচারণ করেন তিনি। এছাড়াও বাংলা নাটক, চলচ্চিত্র নিয়ে হুমায়ুন আহমেদের ভাবনা, দৃষ্টিভঙ্গি ও কী স্বপ্ন দেখতেন সেসব নিয়েও কথা বলেন এই গুণী অভিনেতা।
আফিয়া বৃষ্টির প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সাদিয়া রশ্নি সূচনা। অনুষ্ঠানটি বাংলাভিশনের পর্দায় প্রচারিত হবে ১৩ নভেম্বর ২০২১, শনিবার সকাল ৮টা ৩০মিনিটে।।
এছাড়া হুমায়ুন আহমেদের জন্মদিনে ‘সিনেমার গান’-এর বিশেষ পর্ব বাংলাভিশনে প্রচারিত হবে ১৩ নভেম্বর, শনিবার রাত ১টা ৩০মিনিটে। জনপ্রিয়তম চলচ্চিত্রনির্মাতা হুমায়ূন আহমেদ পরিচালিত চলচ্চিত্রের কয়েকটি গান প্রচার করা হবে এই অনুষ্ঠানে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























