বিশ্বের সবদেশেই তেলের দাম বৃদ্ধি পেয়েছে, পত্র পত্রিকায় লিখেছে ভারতে কমেছে। তারপরও বাংলাদেশের চেয়ে বেশি রয়েছে। আমারা তেলের বিপুল পরিমাণ ভর্তুকি দিচ্ছি। প্রধানমন্ত্রী দেশে এসেছেন, বিষয়টি বিবেচনা করতে পারেন বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক।
এ সময় আনসার সদস্যদের উদ্দেশে তিনি বলেন, প্রশিক্ষণ গ্রহণকারী সদস্যরা প্রশিক্ষণ লব্ধ জ্ঞান মেধা শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
রবিবার দুপুরে গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি অ্যাকাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, বৈশ্বিক মহামারী করোনা মোকাবিলায় বাহিনীর অন্যান্য সদস্য, সদস্যাদের ন্যায় সাধারণ আনসার সদস্যদের আত্মত্যাগ, দায়িত্ব কর্তব্য ও নিষ্ঠা সবার প্রশংসা অর্জন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি কুচকাওয়াজ অনুষ্ঠানের সালাম গ্রহণ করেন। এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মাহবুবুর রহমানসহ একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
১১৯৮ জন সাধারণ আনসার ১০ সপ্তাহ মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ শেষে সমাপনী কুচাকাওয়াজে অংশগ্রহণ করে। কুচাকাওয়াজের শুরুতে প্রধান অতিথি প্যারেড পরিদর্শন করেন।
পরে প্রশিক্ষণার্থীরা ৬ সারিতে মার্চ পাস্ট করে প্রধান অতিথিকে অভিবাদন জানান। এরপর প্রধান অতিথি কৃতী প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন।
মো. শহিদ হোসেন (শ্রেষ্ঠ ড্রিল), মো. তামজীদ হুসাইন (শ্রেষ্ঠ ফায়ারার) এবং আখিবুল ইসলাম (চৌকস) প্রশিক্ষণার্থী সাধারণ আনসার হিসেবে প্রধান অতিথির নিকট থেকে এ পুরস্কার গ্রহণ করেন।
বিমান বন্দর, সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, সংসদ ভবন, মেট্রোরেল, পদ্মা সেতু, হোটেল, ইপিজেডসহ সারাদেশে সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ ৪ হাজার ৭৪৯টি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৭৬৩ জন অঙ্গীভূত আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















