০৬:১২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

সাভারের দ্বিতীয় দিনেও বিক্ষোভ চলছে

সাভারের আশুলিয়ায় দ্বিতীয় দিনও নানান অভিযোগ তুলে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (নিটার) সাবেক অধ্যক্ষ ও বর্তমান অ্যাডভাইজার ড. মিজানুর রহমান এবং রেজিস্ট্রার কাজী আন্দালিব আমিনের পদত‍্যাগের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সাভারের আশুলিয়ার নয়ারহাট এলাকার এ শিক্ষা প্রতিষ্ঠানটির প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ শুরু করেছেন তারা। এর আগে গতকাল মঙ্গলবার বিকেল থেকে তারা এই বিক্ষোভ শুরু করেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিক্ষার্থীরা জানায়, একজন প্রিন্সিপাল ও ১৬ সদস্যের গভর্নিং কাউন্সিলের মাধ্যমে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান নিটার পরিচালিত হয়। এই গভর্নিং কাউন্সিলে সর্বোচ্চ ক্ষমতায় থাকেন প্রিন্সিপাল। নিটারে প্রিন্সিপাল হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন ড. মিজানুর রহমান। কিন্তু গত বছর অক্টোবরে প্রিন্সিপালের দায়িত্বের মেয়াদ শেষ হয়ে যায়।

তাই নিজের ক্ষমতা নিঃশেষ হবে বলে নতুন করে অ্যাডভাইজার (উপদেষ্টা) নামে একটি পদ সৃষ্টি করেন তিনি। পরবর্তীতে তিনি অবসরে গেলেও অ্যাডভাইজার (উপদেষ্টা) পদে বসেন তিনি। যেখানে বসে বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করছেন। দায়িত্বে থাকাকালেই তার বিরুদ্ধে আর্থিক ও পদায়নে নানা অভিযোগ ওঠে।

এছাড়া বিশ্ববিদ্যালয় উন্নয়নে কোনো কাজ না করারও অভিযোগ আছে তার বিরুদ্ধে। তাদের সকল দাবি বাস্তবায়নসহ মেয়াদ উত্তীর্ণ অধ্যক্ষকেও অবাঞ্ছিত ঘোষণা করেন শিক্ষার্থীরা। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে তারা বিক্ষোভ চালিয়ে যাবেন বলেও জানান তারা।

এ বিষয়ে নিটারের সাবেক প্রিন্সিপাল ও বর্তমান অ্যাডভাইজার ড. মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কোনো পদেই নেই। নিটারের নিজস্ব পদ্ধতি রয়েছে। তারা গভর্নিং বডি ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ পদ্ধতিতে নিটার নিয়ন্ত্রণ করে থাকেন। আমার কোনো ভূমিকা নেই, শিক্ষার্থীরা কী কারণে আন্দোলন করছেন তা জানি না। আমার এখানে কিছু করার নেই।

প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার কাজী আন্দালিব আমিনের মুঠোফোনে একাধিকবার কল করে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

নিটারের প্রক্টর সাদিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে, তিনি অনেক ব‍্যস্ত রয়েছেন বলে জানান এবং আর কোনো কথা বলতে রাজি হননি।

আশুলিয়া থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

বরিশালে পেশাদার সাংবাদিকদের ৩৫ সংগঠনের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

সাভারের দ্বিতীয় দিনেও বিক্ষোভ চলছে

প্রকাশিত : ০৩:৪৫:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১

সাভারের আশুলিয়ায় দ্বিতীয় দিনও নানান অভিযোগ তুলে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (নিটার) সাবেক অধ্যক্ষ ও বর্তমান অ্যাডভাইজার ড. মিজানুর রহমান এবং রেজিস্ট্রার কাজী আন্দালিব আমিনের পদত‍্যাগের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সাভারের আশুলিয়ার নয়ারহাট এলাকার এ শিক্ষা প্রতিষ্ঠানটির প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ শুরু করেছেন তারা। এর আগে গতকাল মঙ্গলবার বিকেল থেকে তারা এই বিক্ষোভ শুরু করেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিক্ষার্থীরা জানায়, একজন প্রিন্সিপাল ও ১৬ সদস্যের গভর্নিং কাউন্সিলের মাধ্যমে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান নিটার পরিচালিত হয়। এই গভর্নিং কাউন্সিলে সর্বোচ্চ ক্ষমতায় থাকেন প্রিন্সিপাল। নিটারে প্রিন্সিপাল হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন ড. মিজানুর রহমান। কিন্তু গত বছর অক্টোবরে প্রিন্সিপালের দায়িত্বের মেয়াদ শেষ হয়ে যায়।

তাই নিজের ক্ষমতা নিঃশেষ হবে বলে নতুন করে অ্যাডভাইজার (উপদেষ্টা) নামে একটি পদ সৃষ্টি করেন তিনি। পরবর্তীতে তিনি অবসরে গেলেও অ্যাডভাইজার (উপদেষ্টা) পদে বসেন তিনি। যেখানে বসে বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করছেন। দায়িত্বে থাকাকালেই তার বিরুদ্ধে আর্থিক ও পদায়নে নানা অভিযোগ ওঠে।

এছাড়া বিশ্ববিদ্যালয় উন্নয়নে কোনো কাজ না করারও অভিযোগ আছে তার বিরুদ্ধে। তাদের সকল দাবি বাস্তবায়নসহ মেয়াদ উত্তীর্ণ অধ্যক্ষকেও অবাঞ্ছিত ঘোষণা করেন শিক্ষার্থীরা। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে তারা বিক্ষোভ চালিয়ে যাবেন বলেও জানান তারা।

এ বিষয়ে নিটারের সাবেক প্রিন্সিপাল ও বর্তমান অ্যাডভাইজার ড. মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কোনো পদেই নেই। নিটারের নিজস্ব পদ্ধতি রয়েছে। তারা গভর্নিং বডি ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ পদ্ধতিতে নিটার নিয়ন্ত্রণ করে থাকেন। আমার কোনো ভূমিকা নেই, শিক্ষার্থীরা কী কারণে আন্দোলন করছেন তা জানি না। আমার এখানে কিছু করার নেই।

প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার কাজী আন্দালিব আমিনের মুঠোফোনে একাধিকবার কল করে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

নিটারের প্রক্টর সাদিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে, তিনি অনেক ব‍্যস্ত রয়েছেন বলে জানান এবং আর কোনো কথা বলতে রাজি হননি।

আশুলিয়া থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর