স্বপ্ন দেখার সার্থকতা অপরিসীম। মানুষের দৃষ্টিশক্তি যদি ঈগলের মতো হতো, তাহলে নাকি ১০ তলা ভবনের ছাদে দাঁড়িয়ে মাটিতে থাকা পিঁপড়াকেও মানুষ দেখতে পেত। অদৃষ্ট সেই দৃষ্টি আমাদের দেয়নি; কিন্তু দিয়েছে অন্তর্দৃষ্টি, দিয়েছে স্বপ্ন দেখার সক্ষমতা। আপনার কল্পনাশক্তি আপনার নিজের জন্য রোড ম্যাপ এঁকে দিবে। এটা আপনাকে নিয়ে যাবে গন্তব্যস্থলে। তাই আপনাকে স্বপ্ন দেখতেই হবে এটিই আপনাকে প্রেরণা দিবে ও সফল হতে সাহায্য করবে।”স্বপ্ন সেটা নয়, যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই, যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না” বলেছেন ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম, কথায় আছে যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে দুনিয়ার মানুষ তাকে পথ ছেড়ে দেয়,আমরা জানবো একজন স্বপ্নবাজ যুব নেতার কথা, যিনি স্বপ্ন দেখেন স্বপ্ন দেখান, টঙ্গীর যুবসমাজের প্রেরণার উৎস, সোহেল রানার কথা।
টঙ্গীর একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান মোঃ সোহেল রানা। তিনি শুধু টঙ্গীবাসীর গর্ব নয় যুবকদের ভাগ্য উন্নয়নে এক অনন্য দিক নির্দেশক ও একজন সফল সংগঠক। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুর ২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল এর নির্বাচনে একজন কর্মী হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু, ২০০৪ সালে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মাধ্যমে প্রথম রাজনৈতিক সংগঠনে যোগদান করেন সোহেল।
সোহেল রানা বলেন, ২০১৫ইং সালে আমি বাংলাদেশ ছাত্রলীগের টঙ্গী থানা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত আছি। তবে ছাত্রলীগে বিবাহিতদের কোন অগ্রাধীকার নেই তাই বিয়ের পর থেকে আমি যুবলীগের সাথে সম্পৃক্ত আছি। আমি টঙ্গী থানা পর্যায়ে রাজনীতি করেছি তাই আমার অনুসারিদের অনুরোধে যুবলীগে থানার সাধারণ সম্পাদক পদ প্রত্যাশা করছি। ১৯৮৮ সালে নোয়াগাঁওয়ে স্থানীয় যুবকদের নিয়ে প্রতিষ্ঠিত নোয়াগাঁও ক্রীড়া ও সমাজ কল্যাণ সংঘে ২০১৫ইং সালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ভাই নতুন কমিটি করে আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন। ২০১৫ইং সালে সমাজসেবা ও ২০১৮ সালে যুবতে রেজিস্টেশন লাভ করি। সংগঠনের মাধ্যমে আমরা অসহায়দের আর্থিক অনুদান, শীতবস্ত্রসহ বিভিন্ন ভাবে সহযোগীতা করে আসছি। যুবকদের কৃষি, মৎস্য ও গবাদিপশু পালনসহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষন দিয়ে যাচ্ছি। সংগঠনের উদোগে রক্তদান কর্মসূচি, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন চলমান রয়েছে। এছাড়া আমি প্রতিবন্ধীদের নিয়ে কর্মরত আন্তর্জাতিক পর্যায়ের সংগঠন ‘এনএফএভিএইচ’ এ কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। শারীরিক প্রতিবন্ধীদের তৈরি দেশের সেরা কোমল পানিয় মুক্তা পানি। গত চার বছর যাবত ডিলারের দায়িত্ব পালন করছি। এছাড়া ইন্টারনেট ব্যাবসা পরিচালনা করছি। টঙ্গীর নদী বন্দর এলাকায় কয়েকজন সহযোদ্ধা নিয়ে বন্দর ইন নামে একটি হোটেলের কাজ শুরু করেছি। আমার নিজস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে অসংখ্য যুবকদের কর্মসংস্থানের ব্যাবস্থা করেছি। আমার স্বপ্ন গাজীপুরে যতগুলো সামাজিক সংগঠন রয়েছে সকলকে নিয়ে একযোগে সামাজিক উন্নয়নে কাজ করা। আপনারা খুশি হবেন সহকর্মীদের সহযোগিতায় এবার বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে আত্মকর্মসংস্থানে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতি স্বরূপ ২২ জন আত্মকর্মী এবং স্বেচ্ছাসেবায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের জন্য ৫ জন যুব সংগঠক অর্থাৎ মোট ২৭ জন সফল যুবককে জাতীয় যুব পুরস্কার-২০২১ দেওয়া হয়। যার মধ্যে আত্মকর্মী (সারা দেশ) ক্যাটাগরিতে আমি ২য় পুরস্কার পেয়েছি। সকলের দোয়া ও সহযোগীতা নিয়ে আগামী দিনগুলো গরীব, অসহায় ও যুবক ভাইদের নিয়ে কাজ করে যাবো।
আমি আশা করছি গাজিপুর মহানগরের ৫৭টি ওয়ার্ডের যুবকদের সুসংগঠিত করে সংগঠনের মাধ্যমে দিকনির্দেশনা ও প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল মানুষ গড়ে দেশ ও দশের দায়িত্ব নিতে,দৃষ্টান্ত হতে, প্রতিটি সন্তান যেন প্রতিটি পরিবারে হয়ে ওঠে শ্রেষ্ঠ বাবার শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ মায়ের শ্রেষ্ঠ সন্তান ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ