০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার

লিওনেল মেসির হ্যাটট্রিক অ্যাসিস্টে ৩-১ গোলে দলের জয়ের দিনে নেইমার মাঠ ছেড়েছেন চোট পেয়ে। ইনজুরিতে পড়ে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। খবর সিবিএস স্পোর্টস ও দ্য গার্ডিয়ানের।

এদিন সব তারকাকে নিয়ে এ এস সেইন্ট-এটিয়েনের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে মাঠে নেমেছিল পিএসজি। ম্যাচের ৭৭ মিনিটে সর্বনাশ হলো নেইমারের। ইভান মাকোর ট্যাকল থেকে বাঁচতে লাফ দিয়েছিলেন কিন্তু তাঁর বাঁ পা পড়ে মাকর ডান পায়ের ওপর। বেকায়দাভাবে গোড়ালি বেঁকে যায় নেইমারের। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাঁকে। যোগ করা সময়ে আবারও মেসির ক্রস থেকে হেড করে দলের ব্যবধান বাড়িয়েছেন মারকিনিওস। ৭৯ মিনিটে দি মারিয়ার গোলের আগপর্যন্ত ম্যাচটা প্রথমার্ধের চিত্রনাট্যই দেখা গেছে। পিএসজি আক্রমণ করছে, সেগুলো মেসি-এমবাপ্পের কারণে ব্যর্থ হচ্ছে। 

ম্যাচের ৭৯ মিনিটে সেঁত এতিয়েনের ডি-বক্সের বাইরে বলের দখল প্রায় হারিয়ে ফেলেছিলেন মেসি। তবু কীভাবে যেন দলটা আবার নিয়ন্ত্রণে নিলেন। পায়ের বাইরের দিক ব্যবহার করে থ্রু বাড়ালেন আনহেল দি মারিয়ার দিকে। তাতেই পুরো রক্ষণ ফাঁকা হয়ে গেল দলটির। অনেক সময় নিয়ে বল জালে পাঠালেন দি মারিয়া। ২-১ গোলে এগিয়ে গেল পিএসজি। যোগ করা সময়ে আবারও মেসির জাদু। তাঁর ক্রস থেকে হেডে গোল করলেন মারকিনিওস। মেসির গোল সহায়তার হ্যাটট্রিকে প্রতিপক্ষের মাঠ থেকে ৩-১ ব্যবধানের জয় নিয়ে ফিরল পিএসজি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার

প্রকাশিত : ১০:০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১

লিওনেল মেসির হ্যাটট্রিক অ্যাসিস্টে ৩-১ গোলে দলের জয়ের দিনে নেইমার মাঠ ছেড়েছেন চোট পেয়ে। ইনজুরিতে পড়ে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। খবর সিবিএস স্পোর্টস ও দ্য গার্ডিয়ানের।

এদিন সব তারকাকে নিয়ে এ এস সেইন্ট-এটিয়েনের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে মাঠে নেমেছিল পিএসজি। ম্যাচের ৭৭ মিনিটে সর্বনাশ হলো নেইমারের। ইভান মাকোর ট্যাকল থেকে বাঁচতে লাফ দিয়েছিলেন কিন্তু তাঁর বাঁ পা পড়ে মাকর ডান পায়ের ওপর। বেকায়দাভাবে গোড়ালি বেঁকে যায় নেইমারের। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাঁকে। যোগ করা সময়ে আবারও মেসির ক্রস থেকে হেড করে দলের ব্যবধান বাড়িয়েছেন মারকিনিওস। ৭৯ মিনিটে দি মারিয়ার গোলের আগপর্যন্ত ম্যাচটা প্রথমার্ধের চিত্রনাট্যই দেখা গেছে। পিএসজি আক্রমণ করছে, সেগুলো মেসি-এমবাপ্পের কারণে ব্যর্থ হচ্ছে। 

ম্যাচের ৭৯ মিনিটে সেঁত এতিয়েনের ডি-বক্সের বাইরে বলের দখল প্রায় হারিয়ে ফেলেছিলেন মেসি। তবু কীভাবে যেন দলটা আবার নিয়ন্ত্রণে নিলেন। পায়ের বাইরের দিক ব্যবহার করে থ্রু বাড়ালেন আনহেল দি মারিয়ার দিকে। তাতেই পুরো রক্ষণ ফাঁকা হয়ে গেল দলটির। অনেক সময় নিয়ে বল জালে পাঠালেন দি মারিয়া। ২-১ গোলে এগিয়ে গেল পিএসজি। যোগ করা সময়ে আবারও মেসির জাদু। তাঁর ক্রস থেকে হেডে গোল করলেন মারকিনিওস। মেসির গোল সহায়তার হ্যাটট্রিকে প্রতিপক্ষের মাঠ থেকে ৩-১ ব্যবধানের জয় নিয়ে ফিরল পিএসজি।

বিজনেস বাংলাদেশ/ এ আর