০৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

পীরগঞ্জ উপজেলায় বিজয়ী যারা

৩য় দফার নির্বাচনে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই পীরগঞ্জ উপজেলার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১০ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন, ১ নং ভোমরাদহ ইউনিযনে মো. হিটলার হক(নৌকা), ২ নং কোষারানীগঞ্জ ইউনিয়নে মো. গোলাম মোস্তফা(আনারস), ৩ নং খনগাঁও ইউনিয়নে মো. শহিদ হোসেন(নৌকা), ৫ নং সৈয়দপুর ইউনয়নে বিবেকানন্দ রায়(নৌকা), ৬ নং পীরগঞ্জ ইউনয়নে মো. মোখলেছুর রহমান চৌধুরী(ঘোড়া), ৭ নং হাজীপুর ইউনিয়নে মো. জয়নাল আবেদীন(নৌকা), ৮ নং দৌলতপুর ইউনিয়নে সনাতন চন্দ্র রায়(নৌকা), ৯ নং সেনগাঁও ইউনিয়নে মো. সাইদুর রহমান(মোটর সাইকেল), ১০ নং জাবরহাট ইউনিয়নে মো.জিয়াউর রহমান(নৌকা) ও ১১ নং বৈরচুনা ইউনিয়নে টেলিনা সরকার হিমু(নৌকা) বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৮৫ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ট্যাগ :
জনপ্রিয়

দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, নগদ অর্থ লুট, আহত ৩

পীরগঞ্জ উপজেলায় বিজয়ী যারা

প্রকাশিত : ০৯:০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১

৩য় দফার নির্বাচনে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই পীরগঞ্জ উপজেলার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১০ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন, ১ নং ভোমরাদহ ইউনিযনে মো. হিটলার হক(নৌকা), ২ নং কোষারানীগঞ্জ ইউনিয়নে মো. গোলাম মোস্তফা(আনারস), ৩ নং খনগাঁও ইউনিয়নে মো. শহিদ হোসেন(নৌকা), ৫ নং সৈয়দপুর ইউনয়নে বিবেকানন্দ রায়(নৌকা), ৬ নং পীরগঞ্জ ইউনয়নে মো. মোখলেছুর রহমান চৌধুরী(ঘোড়া), ৭ নং হাজীপুর ইউনিয়নে মো. জয়নাল আবেদীন(নৌকা), ৮ নং দৌলতপুর ইউনিয়নে সনাতন চন্দ্র রায়(নৌকা), ৯ নং সেনগাঁও ইউনিয়নে মো. সাইদুর রহমান(মোটর সাইকেল), ১০ নং জাবরহাট ইউনিয়নে মো.জিয়াউর রহমান(নৌকা) ও ১১ নং বৈরচুনা ইউনিয়নে টেলিনা সরকার হিমু(নৌকা) বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৮৫ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।