মিরপুর টেস্টে পাকিস্তানের কাছে ইনিংস ও ৮ রানে হেরেছে টাইগাররা। পাকিস্তানের প্রথম ইনিংসে করা ৩০০ রান টপকাতে পারল না বাংলাদেশ। প্রথম ইনিংসে ৮৭ আর দ্বিতীয় ইনিংসে ২০৫ রান করে মুমিনুল বাহিনী।
চা বিরতির পর ৪ উইকেট হাতে থাকা টাইগারদের ম্যাচ বাঁচাতে খেলতে হতো ৩৮ ওভার। তবে শেষ ঘণ্টায় এলোমেলো সব। ৭০ বল খেলা মিরাজ ১৪ রান করে আউট হলে সাকিবও একই পথ ধরেন ব্যক্তিগত ৬৩ রানে। এতে স্বপ্নভঙ্গ বাংলাদেশ দলের। ২০৫ রানে অলআউট স্বাগতিকরা। এতে ইনিংস ও ৮ রানের ব্যবধানে হার বাংলাদেশ দলের। আর ৫ ওভার ব্যাট করতে পারলে গল্পটা ভিন্ন হতো।


























